পার্লের মাঠে প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে চমৎকার দু’টি ইনিংস খেলেন সাউথ আফ্রিকার টেম্বা বাভুমা ও রাসি ফন ডার ডুসেন। গড়েন চতুর্থ উইকেটে সর্বোচ্চ ২০৪ রানের পার্টনারশিপের রেকর্ড। দুই ব্যাটারের দুই সেঞ্চুরির দিনে ভারতকে হারিয়েছে সাউথ আফ্রিকা।
এ জয়ে তিন ওয়ানডে সিরিজে লিড নিল প্রোটিয়ারা।
বাভুমা ও ফন ডার ডুসেনের সেঞ্চুরিতে ২৯৬ রান সংগ্রহ করে সাউথ আফ্রিকা। টার্গেটে নেমে দারুণ শুরুর পর বিপর্যয়ে পড়ে ২৬৫ রানে থেমে যায় ভারতের ইনিংস। ৩১ রানের জয় তুলে নেয় বাভুমারা।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ৬৩ রানের মাথায় তিন উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে সাউথ আফ্রিকা। ২৭ রানে বিদায় নেন কুইন্টন ডি কক। ৬ রানে ইয়ানেমান মালান ও এইডেন মারক্রাম সাজঘরে ফেরেন ৪ রান করে।
এই অবস্থা থেকে দলকে শক্ত অবস্থানে নিয়ে যায় বাভুমা-ফন ডার ডুসেন জুটি। ২০৪ রানের পার্টনারশিপ উপহার দিয়েছে এ জুটি।
১৪৩ বলে ১১০ রান করে সাজঘরে ফেরেন বাভুমা। আর ৯৬ বলে ১২৯ রানের দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেন ডুসেন। চার উইকেটে দল পৌঁছায় ২৯৬ রানে।
টার্গেটে নেমে লক্ষ্যের পথেই ছিল ভারত। শিখর ধাওয়ানের ৭৯ আর ভিরাট কোহলির ৫১ রানে ম্যাচে টিকে ছিল সফরকারিরা। তবে মাঝপথে ছন্দে পতন ঘটে তাদের।কোহলি-ধাওয়ানের বিদায়ের পর থিতু হতে পারেননি রিশাভ পান্ট ও শ্রেয়াস আইয়ার। তারা ক্রিজ থেকে বিদায় নিলে ভারতের শেষ আশা শেষ হয়ে যায়।
টেইল এন্ডে বোলার শারদুল ঠাকুরের ৫০ রান হারের ব্যবধান কমিয়েছে ভারতের।
শেষ পর্যন্ত ৩১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সাউথ আফ্রিকা। পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে ভারত। আর সিরিজ বগলদাবা করতে চাইবে প্রোটিয়ারা। দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে ২১ জানুয়ারি।