বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শ্রীলঙ্কার বিপক্ষে উইলিয়ামসের সেঞ্চুরিতেও রক্ষা পায়নি জিম্বাবুয়ে

  •    
  • ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০৩

উইলিয়ামসের সেঞ্চুরি ও চাকাবভার ফিফটিতে ২৯৬ রানের টার্গেট ছুড়ে দেয় জিম্বাবুয়ে। ৯ বল বাকি থাকতে পাঁচ উইকেটে লক্ষ্য টপকে যায় শ্রীলঙ্কা।

পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে জিম্বাবুয়ে। উইলিয়ামসের দুর্দান্ত সেঞ্চুরিতে আশা জাগিয়েও শেষ রক্ষা হয়নি সফরকারীদের। পাঁচ উইকেটে জয় তুলে নিয়েছে লঙ্কানরা।

উইলিয়ামসের সেঞ্চুরি ও চাকাভোয়ার ফিফটিতে ২৯৬ রানের টার্গেট ছুড়ে দেয় জিম্বাবুয়ে। ৯ বল বাকি থাকতে পাঁচ উইকেটে লক্ষ্য টপকে যায় শ্রীলঙ্কা।

এ জয়ে ঘরের মাঠে সিরিজে লিড নিলেন শানাকা-চান্ডিমালরা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ওপেনার কাইতানোকে নিয়ে ৮০ রানের দুর্দান্ত জুটি উপহার দেন চাকাবভা ৪২ রানে ফেরেন কাইতানো। ৭২ রানের ফিফটি করে সাজঘরে ফেরেন উইকেটকিপার চাকাবভা।

ক্রিজে নেমে থিতু হতে পারেননি অধিনায়ক ক্রেইগ আরভাইন। ৯ রানে বিদায় নিলে ক্রিজে নেমে দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে বড় সংগ্রহ এনে দেন শন উইলিয়ামস। ৮৭ বলে শতক পূর্ণ করেন এ ব্যাটার। দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৯৬ রান।

বল হাতে তিন উইকেট নেন চামিকা করুনারত্নে। দুটি করে উইকেট তুলে নেন নুয়ান প্রদিপ ও ভ্যানডারসে। একটি উইকেট পান কামিন্ডু মেন্ডিস।

টার্গেটে নেমে দলকে দারুণ শুরু এনে দেন ওপেনার পাথুম নিশাঙ্কা। ৭৫ রান করে ফেরেন এ ব্যাটার। পরে দিনেশ চান্দিমাল ৭৫ রানের ফিফটি করে দলকে ভিত এনে দেন। শেষে ৭১ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরার আগে দলকে জয়ের দ্বারপ্রান্তে নেন আসালাঙ্কা।

তাদের বিদায়ের পর শেষ কাজ সারেন অধিনায়ক দাসুন শানাকা ও করুনারত্নে। ৪৮ ওভার ৩ বলে টার্গেট টপকে যায় শ্রীলঙ্কা।

এ জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ১৮ জানুয়ারি।

এ বিভাগের আরো খবর