বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সহজ জয়ে চেলসিকে টপকে দুইয়ে লিভারপুল

  •    
  • ১৬ জানুয়ারি, ২০২২ ২২:৪৬

ব্রেন্টফোর্ডকে অনায়াসে হারিয়ে পয়েন্ট টেবিলে চেলসিকে টপকে গেল ইউর্গেন ক্লপের বাহিনী। এখন ম্যানচেস্টার সিটির পর অবস্থান করছে লিভারপুল। ঘরের মাঠ আনফিল্ডে ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারায় অল রেডরা।

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে চেলসি হারায় কিছুটা সুবিধা পায় লিভারপুল। রোববার তা কড়ায়-গণ্ডায় তুলে নেয় অল রেডরা। ব্রেন্টফোর্ডকে অনায়াসে হারিয়ে পয়েন্ট টেবিলে চেলসিকে টপকে গেল ইউর্গেন ক্লপের বাহিনী।

এখন ম্যানচেস্টার সিটির পর অবস্থান করছে লিভারপুল। ঘরের মাঠ আনফিল্ডে ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারায় অল রেডরা।

এদিন দুই আফ্রিকান ফরোয়ার্ড সাদিও মানে ও মোহাম্মদ সালাহকে ছাড়া মাঠে নামে লিভারপুল। সেনেগাল ও মিশরের তারকা আছেন জাতীয় দলের হয়ে আফ্রিকাপ কাপ অফ নেশনসের দায়িত্বে।

আধিপত্য নিয়ে খেললেও প্রথম গোলের দেখা পেতে তাদের সময় নিতে হয়েছে ৪৪ মিনিট। ট্রেন্ট-আলেকজান্ডার আর্নল্ডের পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন ফাবিনিয়ো।

দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে লিভারপুল। ম্যাচের ৬৯ মিনিটে অ্যান্ডি রবার্টসনের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্স-অক্সলেড চেম্বারলিন। আট মিনিট পর রবার্তো ফিরমিনির পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান লিভারপুলের জাপানিজ ফরোয়ার্ড তাকুমি মিনামিনো।

তিন গোলে পিছিয়ে পড়ে হতভম্ব ব্রেন্টফোর্ডম ম্যাচে ফিরে আসার কোনো সুযোগই আর পায়নি।

বড় জয়ে মাঠ ছাড়ে লিভারপুল। এ জয়ে চেলসিকে টপকে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেল তারা। ২১ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৪৫। এক ম্যাচ বেশি খেলে তিনে থাকা চেলসির পয়েন্ট ৪৩। আর ২২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

এ বিভাগের আরো খবর