বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দেশে আসছেন আরেক প্রবাসী ফুটবলার

  •    
  • ১৫ জানুয়ারি, ২০২২ ২৩:০৫

গেল বছর প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে সাইফের ট্রায়াল দিতে ঢাকায় এসেছিলেন স্যামুয়েল। ক্লাবের ক্যাম্পে ছিলেন ১৫-২০ দিনের মতো। এরপরে পাসপোর্ট, ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজ-পত্র সংগ্রহ করতে ইংল্যান্ডে ফিরে যান। শেষ খবরে জানা যায়, পাসপোর্ট হাতে পেয়েছেন তিনি।

জামাল ভূঁইয়া, তারিক কাজী ও রাহবার খানদের উত্তরসূরী হিসেবে বাংলাদেশ ফুটবলে যোগ হতে যাচ্ছে আরেক প্রবাসী ফুটবলার স্যামুয়েল এলহাজ হাডসন। ঘরোয়া ফুটবলের অন্যতম শীর্ষ দল সাইফ স্পোর্টিং ক্লাবে চুক্তিবদ্ধ হতে চলেছেন ইংল্যান্ডে জন্ম নেয়া বাংলাদেশি বংশোদ্ভূত এ প্রবাসী ফুটবলার।

বিষয়টি শনিবার নিউজবাংলাকে নিজেই নিশ্চিত করেছেন স্যামুয়েল।

৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর। লিগের দ্বিতীয় রাউন্ডে দলের সঙ্গে যোগ দেয়ার কথা এ মিডফিল্ডারের।

এর আগে গত বছর প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে সাইফের ট্রায়াল দিতে ঢাকায় এসেছিলেন স্যামুয়েল। ক্লাবের ক্যাম্পে ছিলেন ১৫-২০ দিনের মতো। পরে পাসপোর্ট, ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজ-পত্র সংগ্রহ করতে ইংল্যান্ডে ফিরে যান তিনি।

শেষ খবরে জানা গেছে, পাসপোর্ট হাতে পেয়েছেন তিনি। ক্লাবের সঙ্গে প্রাথমিক আলোচনাও শেষ তার। এখন ছাড়পত্রসহ কিছু কাগজ-পত্রের কাজ বাকি।

এ ব্যাপারে সাইফের মিডিয়া ম্যানেজার সাইফ মাহবুব নিউজবাংলাকে বলেন, ‘তার সঙ্গে আলোচনা চলছে। কাগজ-পত্রের কিছু বিষয় আছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সম্ভাবনা আছে। এর বেশি কিছু বলতে পারছি না।’

সবকিছু ঠিক থাকলে লিগের দ্বিতীয় পর্বে খেলার জন্য ঢাকায় আসবেন স্যামুয়েল।

বর্তমানে ইংল্যান্ডের ক্লাব সিলসডেনে খেলছেন স্যামুয়েল হাডসন। দেশটির সেমি প্রফেশনাল লিগ নর্দার্ন কাউন্টিস ইস্ট ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলে দলটি।

সিলসডেন মূলত ইংল্যান্ডের পশ্চিম ইয়োর্কশেয়ার শহরের একটি ক্লাব। প্রিমিয়ার ডিভিশনে খেলে তারা। ২০০৪-০৫ মৌসুমে এফ এ কাপের প্রথম বাছাইপর্বের রিপ্লেতেও খেলেছিল দলটি।

দলের মাঝমাঠে খেলতে পছন্দ করেন স্যামুয়েল। ১৯ বছর বয়সী এ ফুটবলারের পছন্দের জায়গা হোল্ডিং মিডফিল্ডিং।

সবকিছু ঠিকঠাক থাকলে ক্লাবে দেশের ফুটবলের পোস্টার বয় ও প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়াকে সতীর্থ হিসেবে পাচ্ছেন স্যামুয়েল।

এ বিভাগের আরো খবর