বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রেবল জিততে চান রাকিব

  •    
  • ১০ জানুয়ারি, ২০২২ ১৯:০৬

জার্সি বদলালেও ফর্ম ধরে রাখার মিশনে সফল রাকিব। ফেড কাপে ফাইনালসহ টুর্নামেন্টে দুই গোল করেছেন। দুই ট্রফির পর এবার ট্রেবল জিততে মুখিয়ে আছেন তিনি।

চট্টগ্রাম আবাহনী থেকে এ মৌসুমে ঢাকা আবাহনীতে নাম লিখিয়েছেন জাতীয় দলের ফরোয়ার্ড রাকিব হোসেন। বন্দর নগরীর ক্লাবে যা পাননি তা এবার দুহাত ভরে পাচ্ছেন এ ফুটবলার।আবাহনীর জার্সিতে ঘরোয়া ফুটবলের প্রথম দুই টুর্নামেন্টে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন সম্ভাবনাময় এ ফরোয়ার্ড।

আকাশি-নীল শিবিরে যোগ দেয়ার পেছনে ট্রফি জেতার লক্ষ্যই কারণ ছিল, জানালেন রাকিব।

তিনি বলেন, ‘আমি এখানে এসেছি ট্রফি জেতার জন্য। স্বাধীনতা কাপ দিয়ে ট্রফি জেতা শুরু। এখন ফেডারেশন কাপ জিতলাম।’

জার্সি বদলালেও ফর্ম ধরে রাখার মিশনে সফল রাকিব। ফেড কাপে ফাইনালসহ টুর্নামেন্টে দুই গোল করেছেন। দুই ট্রফির পর এবার ট্রেবল জিততে মুখিয়ে আছেন তিনি।

আবাহনীর এ ফরোয়ার্ড বলেন, ‘লিগ জিতলে আরও ভালো লাগবে। ট্রেবল জেতাটা হবে বিশেষ কিছু।’

এবার আবাহনীর জার্সিতে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপের ফাইনালে গোল করেছেন রাকিব। আবাহনীর জার্সিতে সব মিলিয়ে করেছেন তিন গোল। এ গোলগুলোর মধ্যে ফেড কাপের ফাইনালেরটা সেরা মানছেন তিনি।

রাকিবের ভাষায়, ‘অবশ্যই ফেড কাপের ফাইনালের গোলটা সবার ওপরে থাকবে। কেননা ফাইনাল ম্যাচ। সঙ্গে দলের গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় ছিল না। আমি দলের জন্য কিছু করতে পারছি ভালো লাগছে। যে কারণে এই গোলটার মাহাত্ম্য থাকবে।’

এ বিভাগের আরো খবর