দুই পেইসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির পেইস তোপে ধুঁকছে বাংলাদেশ। ১১৮ রানেই সফরকারীরা হারিয়েছে তাদের সাত ব্যাটসম্যানকে। ধুঁকতে থাকা বাংলাদেশের ব্যাটিং ধ্বংসস্তূপে উইকেট কামড়ে ধরে দুর্দান্ত এক ফিফটি তুলে নিয়েছেন ইয়াসির আলি রাব্বি।
মেহেদী হাসান মিরাজ ও ইয়াসির আলির রাব্বির ব্যাটে ভর করে ৩২ ওভারে দলীয় সংগ্রহ ১০০ পেরোয় সফরকারীরা।
নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে করা ৫২১ রানের পাহাড়ে পিষ্ট হয়ে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানেই ধ্বস নেমে আসে সফরকারীদের শিবিরে। টম লেইথামের হাতে ধরা দিয়ে ট্রেন্ট বোল্টের শিকার বনে মাঠ ছাড়েন সাদমান ইসলাম।
একে একে আসা যাওয়ার মিছিলে শামিল হন নাঈম শেখ, নাজমুল শান্ত, মুমিনুল হক ও লিটন দাস।
১১ রানেই ৪ উইকেট হারানোর বিপর্যয় সামাল দিয়ে দলে হাল ধরেন লিটন দাস ও ইয়াসির আলি রাব্বি। দেখেশুনে খেলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। চা বিরতিতে যাওয়ার আগে এই দুই জনের ব্যাটে ভর করে ২৭ রানের পুঁজি পায় বাংলাদেশ।
চা বিরতি থেকে ফিরেই বোল্টের শিকার হয়ে ফেরেন লিটন। তার আগে ব্যাট হাতে করেন ৮ রান। আর লিটনের বিদায়ে ২৭ রান তুলতেই ৫ উইকেট নেই বাংলাদেশের।
ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে আশা দেখাচ্ছিল নুরুল হাসান সোহান ও ইয়াসির আলি রাবির জুটি। সেই জুটি ভেঙে আরও বাংলাদেশের আরও এক উইকেটের পতন ঘটালেন ট্রেন্ট বোল্ট।
২৭ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ শিবিরের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লড়াই করছিলেন সোহান ও রাব্বি। দেখেশুনে খেলে দলকে টেনে তুলছিলেন বিপর্যয় থেকে। গড়েন ৫০ রানের জুটি।
তবে সেখানে বাধা হয়ে দাঁড়ান টিম সাউদি। ৬২ বলে ৪১ করা সোহানকে ফেরান এলবিডব্লিউর ফাঁদে ফেলে। আর তাতেই ৮৭ রান তুলতে ষষ্ঠ উইকেটের পতন হয় বাংলাদেশের।
১১৮ রানে বাংলাদেশের পতন ঘটে অষ্টম উইকেটের। উইকেটের অপরপ্রান্তে আসা যাওয়ার মিছিল চলতে থাকলেও উইকেট কামড়ে ধরে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন রাব্বি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০ ওভারে টাইগারদের সংগ্রহ ৮ উইকেটে ১২৬ রান।