চরম ব্যাটিং বিপর্যয়ে থাকা বাংলাদেশকে আশা দেখাচ্ছিল নুরুল হাসান সোহান ও ইয়াসির আলি রাব্বির জুটি। সেই জুটি ভেঙে বাংলাদেশের আরও একটি উইকেট নিয়ে নিলেন ট্রেন্ট বোল্ট।
২৭ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ শিবিরের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লড়াই করছিলেন সোহান ও রাব্বি। দেখেশুনে খেলে দলকে টেনে তুলছিলেন বিপর্যয় থেকে। গড়েন ৫০ রানের জুটি।
তাতে বাধা হয়ে উঠলেন টিম সাউদি। ৬২ বলে ৪১ করা সোহানকে ফেরান এলবিডব্লিউর ফাঁদে ফেলে। আর তাতেই ৮৭ রান তুলতে ষষ্ঠ উইকেটের পতন হয় বাংলাদেশের।
এর আগে রান পাহাড়ে পিষ্ট হয়ে ব্যাট করতে নামলে দলীয় ৭ রানেই মহা বিপর্যয় দেখে লাল-সবুজ শিবির। টম লেইথামের হাতে ধরা দিয়ে ট্রেন্ট বোল্টের শিকারে পরিণত হন সাদমান ইসলাম।
কিউইদের পেইস তোপের সামনে দাঁড়াতে ব্যর্থ হন অভিষিক্ত মোহাম্মদ নাঈম শেখও। রানের খাতা খোলার আগেই দলীয় ১১ রানে মাঠ ছাড়েন তিনি।
ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে ৪ রান করা শান্তকে থামান বোল্ট। আর আট বল খেলে রানের খাতা খোলার আগেই সাউথির বলে কুপোকাত অধিনায়ক মুমিনুল।
এরপর প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে দলে হাল ধরেন লিটন দাস ও ইয়াসির আলি রাব্বি। দেখেশুনে খেলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। চা বিরতিতে যাওয়ার আগে এই দুই জনের ব্যাটে ভর করে ২৭ রানের পুঁজি পায় বাংলাদেশ।