সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে রানের চাপে পিষ্ট হয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের অধিনায়ক টম লেইথামের ২৫২ রানের ইনিংসে বড় সংগ্রহ করে কিউইরা। ৬ উইকেটে ৫২১ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।
হ্যাগলি ওভালে টসে জিতে বল করতে নেমে শুরু থেকেই লেইথাম ও ইয়ংয়ের ব্যাটিং তোপের মুখে পড়েন এবাদত-শরিফুলরা।
প্রথম দিন ১ উইকেটে ৩৪৯ রানের সঙ্গে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে কিউইরা। টম লেইথামের ২৫২ রানের সঙ্গে টম ব্লান্ডেলের ঝড়ো ৫৭ রানের ইনিংসের পর ৫২১ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।
পরে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নেমেই ধসে পড়ে মুমিনুল বহিনী। স্কোরবোর্ডে ৭ রান যোগ করতেই হারায় প্রথম উইকেট। এরপর ১১ রানের মাথায় হারায় আরও তিনজনকে।
সর্বশেষ খবর অনুযায়ী, প্রথম ইনিংসে ১৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৪৪ রান।