ঘরের মাঠে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে সাউথ আফ্রিকা। জোহানেসবার্গে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা।
৮ উইকেট অক্ষত নিয়ে টেস্টের শেষ দুই দিনে সাউথ আফ্রিকার দরকার ছিল ১২২ রান। বৃষ্টি বাধায় শুরু হওয়া চতুর্থ দিনে জয় তুলে নিয়েছে স্বাগতিক দলটি। এক উইকেট হারিয়ে ভারতের দেয়া টার্গেট টপকে গেছে স্বাগতিকরা।
তৃতীয় দিনে ভারতকে ২৬৬ রানে গুটিয়ে ফেলে সাউথ আফ্রিকা। জয়ের জন্য তাদের টার্গেট দাঁড়ায় ২৪০ রান। পরে একই দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ১১৮ রান সংগ্রহ করে প্রোটিয়ারা।
চতুর্থ দিনে নেমে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সাউথ আফ্রিকা। ৪০ রানে দলকে রেখে আশউইনের বলে বিদায় নেন ফন ডার ডুসেন। এরপরে আর বাধা হয়ে দাঁড়াতে পারেনি ভারতের বোলিং।
অধিনায়ক ডিন এলগারের ১৮৮ বলে অপরাজিত ৯৬ রানের ইনিংসের সঙ্গে টেম্বা বাভুমার অপরাজিত ২৩ রানের সুবাদে জয় নিশ্চিত করে দলটি।
এ জয়ে সিরিজে ১-১ এ সমতায় ফিরল সাউথ আফ্রিকা। তৃতীয় ও শেষ টেস্টটি হবে সিরিজ নির্ধারণী। ১১ জানুয়ারি থেকে ম্যাচ গড়াবে সাউথ আফ্রিকার কেপটাউনে।