নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। কিউইদের মাটিতে প্রথমবারের মতো জয়ের দেখা পেল টিম টাইগার্স। তবে ঐতিহাসিক এই মুহূর্ত ভুলে যেতে চান অধিনায়ক মুমিনুল হক। নজর দিতে চান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে।
অবিশ্বাস্য জয়ের মধ্য দিয়ে হারের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। উঠে এসেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের পাঁচে। সেই সঙ্গে ১১ বছর পর উপমহাদেশের প্রথম দল হিসেবে জয় করল নিউজিল্যান্ডের মাটিতে দুর্ভেদ্য দুর্গ।
নিজেদের টেস্ট ইতিহাসে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় তো বটেই, সব মিলিয়ে ক্রিকেটের তিন ফরম্যাটে ৩২ ম্যাচ পর কিইউদের হারানোর স্বাদ পেল লাল-সবুজ দল।
তাই উল্লাসটা বেশি হওয়াই প্রত্যাশিত। তবে মাটিতেই পা রাখছেন টাইগার দলপতি। এই জয়ের কথা মাথায় না রেখে দ্বিতীয় টেস্ট নিয়ে ভাবছেন মুমিনুল হক। চান সিরিজ জেতার পাশাপাশি কিউইদের প্রথমবারের মতো তাদের মাটিতে ক্লিন সুইপ করতে।
মুমিনুল বলেন, ‘আজ আমি এই জয় ভুলে যেতে চাই। তাকাতে চাই ক্রাইস্টচার্চে পরের টেস্ট ম্যাচে।’
তিনি আরও বলেন, ‘আমরা টেস্ট ক্রিকেটে ভালো করছিলাম না। শেষ দুটি ম্যাচ হেরেছি। সামনে এগিয়ে যাওয়ার জন্য, টেস্ট দলের একটা ঐতিহ্য তৈরি করতে জয়টা দরকার ছিল। সেদিক থেকে এটা খুব গুরুত্বপূর্ণ।’
জয়ের কৃতিত্ব পুরো দলকে দিলেও বোলারদের কিছুটা এগিয়ে রাখছেন অধিনায়ক। দলীয় সাফল্য হলেও বোলাররা দায়িত্বভার কাঁধে তুলে নিয়ে দায়িত্বশীল বোলিং করায় জয় এসেছে বলে মনে করেন তিনি।
মুমিনুল বলেন, ‘এটা একটা দলীয় সাফল্য। সবাই জিততে মুখিয়ে ছিল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে সবাই এগিয়ে এসেছে।’
‘আমরা জিতেছি মূলত আমাদের বোলারদের কারণে। প্রথম ও দ্বিতীয়, দুই ইনিংসেই ওরা ছিল এক কথায় দুর্দান্ত। ওরা কঠোর পরিশ্রম করেছে। ঠিক জায়গায় বল করেছে। নিউজিল্যান্ডকে চাপে রেখেছে,’ যোগ করেন তিনি।
৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি।