বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘জোরে বল করাতে উইকেট থেকে সাহায্য পেয়েছে এবাদত’

  •    
  • ৪ জানুয়ারি, ২০২২ ১৪:৪৪

টাইগার উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাসের মতে, নিউজিল্যান্ডের পেইস বান্ধব উইকেটে লাইন লেন্থ ধরে রেখে গতির মাধ্যমে সফলতা পেয়েছেন এবাদত। ম্যাচ শেষে সংবাদসম্মেলনে এমনটা জানান তিনি।

মাউন্ট মঙ্গানুইয়ে চতুর্থ দিন বাংলাদেশের দেয়া ১৩০ রানের লিডের জবাবে ব্যাট করতে নেমে দুই সেশনে পাঁচ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। কিউইদের হারানো এই পাঁচ উইকেটের চারটি গেছে পেইসার এবাদত হোসেনের ঝুলিতে।

২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষিক্ত এবাদতের প্রধান সমস্যা হিসেবে ধরা হত তার উচ্চ বোলিং গড় ও ইকোনোমি রেট। যার ফলে তাকে নিয়ে সবসময় সমালোচনা ছিল।

প্রথম টেস্টের চতুর্থ দিনের পারফরম্যান্স সেটি ভুলিয়ে দিয়েছে কিছুটা হলেও। ক্যারিয়ারের ১১তম টেস্টে হুট করেই যেন বদলে গেলেন ডানহাতি এই পেইসার। দেখালেন দারুণ পারফরম্যান্স।

আমাদের প্ল্যান ছিল এবাদতকে লেন্থ অনুযায়ী বল করানো। সেখান থেকে বল ওঠানামা করলে লেগ বিফোর বা বোল্ডের চান্স থাকবে। আর এই জিনিসটা শান্ত বারবার বলছিল যে জোরে জোরে। কারণ ও যত জোরে বল করছিল, উইকেট থেকে তত হেল্প পাচ্ছিল

বাংলাদেশের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ানো রস টেলর ও উইল ইয়ংয়ের জুটি ভেঙ্গে শুরু। এরপর দুই বল বাদে রানের খাতা খোলার আগে ফেরান হেনরি নিকোলসকে। নিজের পরের ওভারেই তার শিকার বনে মাঠ ছাড়েন টম ব্লান্ডল।দিনের শুরুটা হাত থেকে বেরিয়ে গেলেও শেষদিকে এসে আবার ম্যাচ অনেকটা নিজেদের হাতে নিয়ে এসেছে বাংলাদেশ। যার কৃতিত্ব এবাদতকে না দিলেই নয়।

নিউজিল্যান্ডের পেইস বান্ধব উইকেটে নিজের গতিকে কাজে লাগিয়ে এবাদত জানান দিলেন নিজের সক্ষমতার। দুর্দান্ত বোলিংয়ে একাই ধস নামিয়েছেন ব্ল্যাকক্যাপস শিবিরে।

টাইগার উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাসের মতে, নিউজিল্যান্ডের পেইস বান্ধব উইকেটে লাইন লেন্থ ধরে রেখে গতির মাধ্যমে সফলতা পেয়েছেন এবাদত। ম্যাচ শেষে সংবাদসম্মেলনে এমনটা জানান তিনি।

লিটন বলেন, ‘এবাদত আজকে দুর্দান্ত ছিল। ওর দুটো স্পেলই চমৎকার ছিল। একই জায়গায় বল করার কারণে অনেক সহায়তা পেয়েছে। তার ব্রেক থ্রু আমাদের দলকে অনেক সাহায্য করেছে। আজকের উইকেটে বলটা কিছুটা নিচু হচ্ছিল ও স্কিড করছিল।

চতুর্থ দিন ১৭ ওভার বোলিং করেছেন এবাদত। এই ১৭ ওভারে চার মেইডেনে দিয়েছেন ৩৯ রান। ঝুলিতে পুরেছেন চার উইকেট। তবে গতির কারণে সাফল্য পেয়েছেন এ পেইসার বলে মনে করেন লিটন।

তিনি বলেন, ‘আজকের উইকেটে বল কিছুটা নিচু হচ্ছিল ও স্কিড করছিল। এবাদত যে জায়গাটাতে বল করে সেখানে বলের গতি ১৩৮-১৪০ কিমির মতো থাকে। আমাদের প্ল্যান ছিল এবাদতকে লেন্থ অনুযায়ী বল করানো। সেখান থেকে বল ওঠানামা করলে লেগ বিফোর বা বোল্ডের চান্স থাকবে। আর এই জিনিসটা শান্ত বারবার বলছিল যে জোরে জোরে। কারণ ও যত জোরে বল করছিল, উইকেট থেকে তত হেল্প পাচ্ছিল।’

এ বিভাগের আরো খবর