বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবাদতময় চতুর্থ দিন

  •    
  • ৪ জানুয়ারি, ২০২২ ১১:৪০

নিউজিল্যান্ডকে ১৪৭ রানে আটকে রেখে চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ব্ল্যাক ক্যাপসের লিড ১৭ রান। হাতে আছে ৫ উইকেট। স্বাগতিক দলের হারানো ৫ উইকেটের মধ্যে চারটিই এবাদতের ঝুলিতে।

দিনের শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়া নিউজিল্যান্ড ঘুরে দাঁড়িয়েছিল রস টেলর ও উইল ইয়ংয়ের জুটিতে। চতুর্থ দিন শেষ হওয়ার এক ঘণ্টা আগে সেই প্রতিরোধ গুঁড়িয়ে দেন টাইগার পেইসার এবাদত হোসেন। টানা তিন উইকেট নিয়ে ধস নামিয়ে দেন কিউই শিবিরে।

এবাদতের নৈপুণ্যে নিউজিল্যান্ডকে ১৪৭ রানে আটকে রেখে চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ব্ল্যাক ক্যাপসের লিড ১৭ রান। হাতে আছে আর পাঁচটি উইকেট।

৩৭ রানে অপরাজিত রয়েছেন রস টেলর। তাকে ৬ রানে সঙ্গ দিচ্ছেন রাচীন রাবিন্দ্রা।

৬ উইকেটের খরচায় ৪০১ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। প্রথম সেশনেই দলীয় স্কোরশিটে ৫৭ রান যোগ করতেই অলআউট হয় বাংলাদেশ। আর দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সামনে লিড দাঁড়ায় ১৩০ রানের।

জবাবে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের কল্যাণে অল্পতেই সাজঘরে ফিরতে হয় টম লাথাম ও ডেভন কনওয়েকে।

এরপর উইকেট কামড়ে ধরে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রস টেলর ও উইল ইয়ং। দলকে এনে দেন লিড। এই দুজনের জুটি চোখ রাঙাতে থাকে বাংলাদেশকে বড় লক্ষ্যের।

তবে থিতু হয়ে বসা এই জুটি ভেঙে ব্রেক থ্রু এনে দেন এবাদত। ৫৪তম ওভারের তৃতীয় বলে সেঞ্চুরির দিকে ব্যাট ছোটা ইয়ংকে থামান ৬৯ রানে। দুই বল বাদেই ডানহাতি এই পেইসারের বল সামলাতে ব্যর্থ হয়ে স্টাম্প হারান হেনরি নিকোলস।

পর পর দুই উইকেট হারানোর বেদনা সামলে ওঠার আগেই আবার কিউই শিবিরে আঘাত হানেন এবাদত। এবার তার বলে এলবিডব্লিউর ফাঁদে পরে রানের খাতা খোলার আগেই বিদায় নিতে হয় টম ব্ল্যান্ডেলকে। আর তাতে করে বেশ ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা।

উইকেটের অন্যপ্রান্তে আসা-যাওয়ার মিছিল চলতে থাকলেও উইকেট কামড়ে আছেন রস টেলর। অপরাজিত থাকেন দিন শেষ হওয়া পর্যন্ত।

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের হারানো পাঁচ উইকেটের মধ্যে চারটিই জমা পড়েছে এবাদতের ঝুলিতে। একটি উইকেট নেন তাসকিন আহমেদ।

এর আগে চতুর্থ দিনের সকালটা দৃঢ়তার সঙ্গেই শুরু করেছিলেন আগের দিনে অপরাজিত থাকা মেহেদী হাসান মিরাজ ও ইয়াসির আলি রাব্বি। দলীয় ৪৪৫ রানে ভাঙে তাদের ৭৫ রানের জুটি।

টিম সাউদির বলে কিপার টম ব্লান্ডেলের তালুবন্দি হন মিরাজ। অর্ধশতক স্পর্শের তিন রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ৮৮ বলে মিরাজের ৪৭ রানের ইনিংসে ছিল আটটি চারের মার। তবে দারুণ একটি মাইলফলক স্পর্শ করেছেন মিরাজ। টেস্টে ১০০ উইকেট ও ১ হাজার রান করে মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসানের পাশে নাম লিখিয়েছেন তিনি।

মিরাজের বিদায়ের পর বেশিক্ষণ টেকেনি বাংলাদেশের ইনিংস। দলীয় স্কোরে ১৩ রান যোগ হতেই বাকি তিনজনের বিদায় হয়। দলীয় স্কোর সাড়ে চার শ স্পর্শ করতেই সাজঘরে ফেরেন ২৬ রান করা ইয়াসির আলি।

বাকি দুই ব্যাটারের মধ্যে তাসকিন আহমেদ ৫ ও শরিফুল ইসলাম ৭ রান করে উইকেট ছাড়া হন।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট চারটি ও নেইল ওয়াগনার তিনটি উইকেট নেন। দুটি উইকেট নেন টিম সাউদি, কাইল জ্যামিয়েসন একটি উইকেট নেন।

এ বিভাগের আরো খবর