বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চার গোলের আগুনে ম্যাচে ড্র চেলসি-লিভারপুলের

  •    
  • ৩ জানুয়ারি, ২০২২ ০০:৫৫

লিভারপুল ২-০ গোলে এগিয়ে যায় সাদিও মানে ও মোহাম্মেদ সালাহর গোলে। প্রথমার্ধেই চেলসির হয়ে সমতা ফেরান মাতেও কোভাচিচ ও ক্রিস্টিয়ান পুলিসিচ। ২-২ সমতাতে শেষ হয় ম্যাচ।

লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে যেন দেখা গেল আগুনের ঝলক। ঠাসা গ্যালারিতে বাঘ-সিংহের লড়াই দেখল ফুটবল বিশ্ব। নতুন বছরের ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় চেলসি ও লিভারপুল। টানটান উত্তেজনায় ভরপুর ম্যাচ ২-২ গোলে ড্র হলেও টিকিটের পাউন্ড উশুল হয়েছে ফুটবল সমর্থকদের।

চার গোলের রোমাঞ্চের সঙ্গে খেলা হয়েছে বিদ্যুৎগতির। আক্রমণ-পাল্টা আক্রমণ, গতি আর হাই প্রেসিংয়ে উপভোগ্য হয়েছে ম্যাচ।ম্যাচের নবম মিনিটে স্বাগতিক চেলসিকে প্রথম ধাক্কাটা দেন লিভারপুলের সাদিও মানে। গোল করে অল রেডদের লিড এনে দেন সেনেগালের এ ফরোয়ার্ড।

মানের গোলের পর ম্যাচের ২৬ মিনিটে চেলসিকে আবার চমকে দেন মোহাম্মেদ সালাহ। মাঝমাঠ থেকে উড়ে আসা বল মাটিতে পড়ার আগে নিয়ন্ত্রণে নিয়ে ডিফেন্ডারকে ডজ দেয়ার পর গোলকিপার এডুয়ার্ডো মেন্ডিকে বোকা বানিয়ে চোখ ধাঁধানো গোল করেন লিভারপুলের ইজিপশিয়ান কিং।

মুহূর্তেই ২-০ গোলে পিছিয়ে পড়ে চেলসি। এরপর অলরেডদের ইটের জবাব পাথর দিয়ে দেয় অল ব্লুস।

ম্যাচের ৪২ মিনিটে মাতেও কোভাচিচের দুর্দান্ত ভলিতে ব্যবধান কমায় চেলসি। প্রথমার্ধের ইনজুরি টাইমে সমতা এনে বিরতি যায় টমাস টুখেলের বাহিনী। এবার এনগলো কান্তের পাস থেকে গোল করে স্কোরলাইন ২-২ করে ফেলেন ক্রিস্টিয়ান পুলিসিচ।দ্বিতীয়ার্ধেও ম্যাচ ছিল বারুদে ঠাঁসা। দুই দলই চেষ্টা করেছে জয়সূচক গোলে রোমাঞ্চে ভরা ম্যাচ লুফিয়ে নিতে। সালাহর শট দারুণভাবে ফিরিয়ে দেন মেন্ডি। এ দিকে পুলিসিচের শট রুখে দেন লিভারপুলের গোলকিপার কুইভান কেলাহার।

ম্যাচ শেষ হয় পয়েন্ট ভাগাভাগিতে। এ ড্রয়ে পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না।২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল চেলসি। এক ম্যাচ ও এক পয়েন্ট কম নিয়ে তিনে লিভারপুল। আর ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

এ বিভাগের আরো খবর