চলমান ফেডারেশন কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ জয়ে টুর্নামেন্টের এক মৌসুম পর সেমিফাইনালে পা রাখল মতিঝিলের ঐতিহ্যবাহী দলটি।
কমলাপুর শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারায় মোহামেডান।
২০১৯-২০ মৌসুমের ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালেও এ দুই দল মুখোমুখি হয়েছিল। সেবার আবাহনীকে ২-০ ব্যবধানে হারিয়েছিল মোহামেডান। এবার আর প্রতিশোধ নেয়া হয়নি মারুফুল হকের বাহিনীর।
টানটান উত্তেজনার গোলশূন্য স্কোরে প্রথমার্ধ শেষের পর দ্বিতীয়ার্ধে গোলের দেখা মেলে। ম্যাচের ৬৫ মিনিটে গোল ডি-বক্সের ভেতর থেকে শাহেদের গোলে এগিয়ে যায় মোহামেডান।
পিছিয়ে পড়ে লাগাতার আক্রমণ সাজাতে থাকে ব্লু পাইরেটস। তবে অনেকটা দুর্ভাগ্যের জন্য প্রথম গোলের ৮ মিনিট পর দ্বিতীয় গোলটাও হজম করতে হয় তাদের।বল ক্লিয়ার করতে গিয়ে মোহামেডানের ফুটবলার শাহরিয়ার ইমনের পা ছুঁয়ে বল চলে যায় জালে। ব্যবধান ২-০ করে ফেলে মোহামেডান।
দুই গোলে পিছিয়ে পড়া চট্টগ্রাম আবাহনী ম্যাচের ৮০ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ফেরার দারুণ সুযোগ তৈরি করে। ডি-বক্সের বাম প্রান্ত থেকে বল নিয়ে ঢুকে পড়েন আরিফ।
দুই ডিফেন্ডারকে ড্রিবলিং করে বল পাঠিয়ে দেন সিক্স ইয়ার্ডের সামনে অপেক্ষায় থাকা রুবেল মিয়ার কাছে। পা বাড়িয়ে বলে শট নিলে তা বারের ওপর দিয়ে চলে গেলে হতাশ হতে হয় মারুফুল হকের বাহিনীকে।
ইনজুরি টাইমে খেলা জমিয়ে ফেলে আবাহনী। কামরুলের কর্নার কিক থেকে হেডে বল জালে জড়ান পিটার থ্যাংকগড। ব্যবধান কমে দাঁড়ায় ২-১।
যোগ করা শেষ মিনিটে সমতায় ফিরে ম্যাচের রোমাঞ্চ আরও নাটকীয় করতে পারত আবাহনী। ডি-বক্সের বাইরে থেকে নেয়া ইসার শট রুখে দেন মোহামেডানের গোলকিপার সুজন।
শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে মোহামেডান। এক মৌসুম পর আবারও সেমি নিশ্চিত করেছে শন লেনের বাহিনী। আর টানা দ্বিতীয়বার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল চট্টগ্রাম আবাহনী।