আকরাম খান দায়িত্ব ছাড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনসের প্রধানের দায়িত্ব পান জালাল ইউনুস। নতুন দায়িত্বে এসে চ্যালেঞ্জ ও সম্ভাবনা দেখছেন এ সংগঠক। প্রথম কাজ হিসেবে এ-দল নিয়ে ভবিষ্যৎ পকিল্পনার কথা জানিয়েছেন কমিটির নতুন এ চেয়ারম্যান।
গত তিন বছর ধরে কার্যত অকার্যকর হয়ে আছে জাতীয় দলের পর অবস্থান করা দলটি। যে কারণে এসেই এ-দলকে ব্যস্ত রাখার ঘোষণা দেন জালাল ইউনুস।
সংবাদমাধ্যমকে মঙ্গলবার তিনি বলেন, ‘করোনা মহামারির কারণে এ-দলের কার্যক্রম তা একটু থমকে আছে। আগে ক্রিকেট পরিচালনা বিভাগ অনেক চেষ্টা করেছে। অনেক দেশের সঙ্গে যোগাযোগ করেছে। হয়ত তারা সূচি দিয়েছে কিন্তু পরে আবার তা বাতিলও করে দিয়েছে।’
এ-দলকে নিয়ে সিরিজ আয়োজনের পরিকল্পনার আশ্বাস দিয়ে জালাল ইউনুস বলেন, ‘এ-দলের কোনো সিরিজ আয়োজন করা যায় কিনা, দেশে কিংবা বাইরে যেটাই হোক। এরকম একটা সুযোগ আছে একটা দেশের সঙ্গে। এখনই নাম বলছি না। তাদের সঙ্গে আলাপ আলোচনা করব যাতে ২০২২ নাহলেও ২০২৩ সালে যাওয়া যায়। চেষ্টা করব যে সব দেশে ট্যুর হচ্ছে না সে জায়গায় ট্যুর করা।’
জাতীয় দলের সঙ্গে এ-দলের ব্যবধান নিয়ে কাজ করতে চান এ নতুন চেয়ারম্যান।
তিনি বলেন, ‘সিরিজে এ-দলের খেলোয়াড় থাকতে পারে। অ্যাকাডেমির খেলোয়াড় থাকতে পারে। হাই পারফরম্যান্সের কোনো খেলোয়াড় থাকতে পারে। আমার আপত্তি নাই।
‘মাঝখানে একটা গ্যাপ আছে। জাতীয় দল থেকে দূরে থাকা খেলোয়াড়ও অনেক সময় থাকে যারা হাই পারফরম্যান্সে গিয়ে নিজেকে শুধরে নেয়। আমরা তাদের নিয়েও কাজ করার চেষ্টা করব।’