জাতীয় দলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাকে সবশেষ মাঠে দেখা গিয়েছিল ২০২০ সালের ডিসেম্বরে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চট্টগ্রামের বিপক্ষে।জেমকন খুলনার হয়ে খেলার পরের এক বছর ২২ গজে আর দেখা যায়নি মাশরাফিকে।
এক বছরের বিরতি কাটিয়ে আবার ২২ গজে ফিরছেন ম্যাশ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে ঢাকা স্টার্সের হয়ে মাঠ মাতাবেন দেশসেরা এই অধিনায়ক।
বিপিএলের অষ্টম আসরকে সামনে রেখে সোমবার অনুষ্ঠিত হয় প্লেয়ার্স ড্রাফট। এই ড্রাফট থেকে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় রাউন্ডে প্রথম সুযোগে মাশরাফিকে দলে ভেরান মাহমুদুল্লাহ রিয়াদ।
বিপিএলে জেমকন খুলনা ছাড়া ঢাকা গ্ল্যাডিয়েটরস, কুমিল্লা ভিকটোরিয়ানস ও রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন মাশরাফি। এর মধ্যে ঢাকা, কুমিল্লা ও রংপুরের হয়ে জিতেছেন শিরোপা।
বিপিএলের ম্যাশের সতীর্থ হিসেবে থাকছেন তামিম ইকবালও। ড্রাফট থেকে যোগ দিচ্ছেন জাতীয় দলের অভিজ্ঞ পেইসার রুবেল হোসেন।