আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছিলেন ছয় বছর আগে। বছর চারেক আগে সবশেষ খেলেন ফার্স্ট ক্লাস ক্রিকেট। এবারে হরভজন সিং অবসর নিলেন অন্যসব ফরম্যাট থেকে।
এ বছরের এপ্রিলে সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন তিনি।
৪১ বছর বয়সী হরভজন ২৬৮ টি-টোয়েন্টি ম্যাচে ২৩৫ উইকেট নিয়েছেন সবগুলো ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে। কলকাতা ছাড়াও মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপারকিংসের হয়ে আইপিএল খেলেছেন তিনি।
এক টুইট বার্তায় শুক্রবার বিকেলে হরভজন লেখেন, ‘সব ভালো কিছুরই শেষ আছে। যে খেলাটি আমাকে জীবনে সব কিছু দিয়েছে তাকে আজ আমি বিদায় জানাচ্ছি। আমার ২৩ বছরের ক্যারিয়ারকে যারা স্মরণীয় ও উপভোগ্য করে তুলেছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। সবাইকে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা।’
টেস্ট ক্রিকেটে ৪১৭ উইকেট নিয়ে হরভজন সিং ভারতের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি। আর ইতিহাসের অফস্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারি চতুর্থ বোলার। অফস্পিনার হিসেবে তার চেয়ে বেশি টেস্ট উইকেট পেয়েছেন মুত্তাইয়া মুরালিধরন, রঙ্গনা হেরাথ, রভিচন্দ্রন আশউইন।
ভারতের পক্ষে প্রথম টেস্ট হ্যাটট্রিকও হরভজনের।