আগেই জানানো হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের সম্ভাব্য সময় ২০ জানুয়ারি। তবে ছিল না আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত। বুধবার রাতে জানা গেল সেটিও। ২১ জানুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের অষ্টম আসর।
রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের আসরের নামটিও হবে বঙ্গবন্ধুর নাম অনুসারে; বঙ্গবন্ধু বিপিএল।
২১ তারিখ থেকে শুরু হওয়া টুর্নামেন্টটির পর্দা নামবে ১৮ ফেব্রুয়ারি। আর ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। ৬টি দল অংশ নেবে এবারের আসরে। সব মিলিয়ে ম্যাচ হবে মোট ৩৪টি।
পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে খেলা। ভেন্যু তিনটি হচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।
ছয়টি দল চূড়ান্ত হলেও এখনও বিসিবি চূড়ান্ত করতে পারেনি ছয় ফ্র্যাঞ্চাইজি। আগ্রহ প্রকাশ করা দলগুলো আদৌ দলের দায়িত্ব নেবে কি না, সেই বিষয়ে এখনও সংশয়ে রয়েছে বোর্ড।
এবারে আইকন খেলোয়াড় না থাকলেও গ্রেডিংভুক্ত খেলোয়াড়দের পারিশ্রমিক বাড়ানো হয়েছে। স্থানীয় খেলোয়াড়দের এ, বি, সি, ডি, ই ও এফ গ্রেডে ভাগ করা হয়েছে।
সর্বোচ্চ ৭০ লাখ টাকা পাবেন এ-গ্রেডের ক্রিকেটাররা। এরপর ৩৫, ২৫, ১৮ ও ১২ লাখ টাকা করে পাবেন তারা। বিদেশিদের ক্ষেত্রে সর্বোচ্চ পারিশ্রমিক ধরা হয়েছে ৭০ হাজার ডলার।