বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাফের শিরোপা জয়ে মাঠে নামছে বাংলাদেশ

  •    
  • ২১ ডিসেম্বর, ২০২১ ১৯:৪৯

কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার সন্ধ্যা ৬টায় হবে ভারত-বাংলাদেশের হাইভোল্টেজ ফাইনাল ম্যাচটি।

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ম্যাচ বুধবার।

শ্রীলঙ্কার বিপক্ষে ১২-০ গোলের জয়ে উজ্জীবিত বাংলাদেশ শিরোপা জয়ের ব্যাপারে চূড়ান্ত আশাবাদী। তবে ভারতের জোরালো প্রস্তুতি রয়েছে বাংলাদেশের জয়যাত্রা রুখে দিতে।

কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় হবে ফাইনাল ম্যাচটি।

টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০১৮ সালে টুর্নামেন্টটি অনূর্ধ্ব-১৮ হিসেবে নেপালে হয়েছিল। সেবার নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। আর তৃতীয় হয়েছিল ভারত।

ফাইনাল ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার বাফুফের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে স্বাগতিক দলের কোচ গোলাম রব্বানী ছোটন তুলে ধরেন শিরোপা জয়ের প্রত্যয়।

তিনি বলেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল ম্যাচ বাই ম্যাচ খেলে দর্শকদের বিনোদন দেয়া। এই লক্ষ্য পূরণে আমি বাংলাদেশ দলের মেয়েদের ধন্যবাদ জানাই। আশা করি তারা জয়ের ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালে উজ্জীবিত হয়ে খেলবে।'

টুর্নামেন্টজুড়ে এখনও অপরাজিত বাংলাদেশ। ফাইনালে তার ব্যতিক্রম করতে রাজি নয়। সবচেয়ে বেশি পয়েন্ট নিয়েই ফাইনাল নিশ্চিত করেছে বাংলার মেয়েরা।

ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে উল্লেখ করে স্বাগতিক কোচ বলেন, ‘আশা করি আমরা শিরোপা জয় করতে পারব। এ বিষয়ে দল যথেষ্ট আত্মবিশ্বাসী।’

ভারত ফাইনালে এসেছে বাংলাদেশের পরে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে। একটি মাত্র হার রয়েছে তাদের। আর সেটি বাংলাদেশের কাছে। তাই চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে আত্মবিশ্বাসী ছোটন বাহিনী।

জাতীয় দলের কোচ বলেন, ‘ভারত সব সময় শক্তিশালী দল গঠন করে। তারা ফাইনালে ভালো খেললেও আমরা লক্ষ্য অর্জনে সক্ষম হব।’

এক প্রশ্নের জবাবে ছোটন জানান, দলের প্রায় সব খেলোয়াড় গোল পেয়েছে। এটি দলের জন্য ভালো একটি দিক। এতে তাদের আত্মবিশ্বাস বেড়েছে। ফাইনালে এই ধারাবাহিকতা রেখে সফলতা পাবে বাংলাদেশ।

এদিকে টুর্নামেন্টজুড়ে ভারত যথেষ্ট ভালো খেলেছে বলে দাবি করেছেন সফরকারী দলটির প্রধান কোচ অ্যালেক্স এমব্রোস।

ফাইনালের আগে ভারতের মেয়েরা আগের ভুলভ্রান্তি শুধরে নিয়েছে উল্লেখ করে অ্যালেক্স জানান, শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই কাল মাঠে নামবে তার শিষ্যরা।রাউন্ড রবিন লিগ পর্বে বাংলাদেশ তাদের সূচনা ম্যাচে হিমালয়কন্যা নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করলেও আর পেছনে ফিরে তাকায়নি। ভুটানকে ৬-০ গোলে, শক্তিশালী ভারতকে ১-০ গোলে এবং লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে ফাইনালে জায়গা করে নেয় ছোটনের শিষ্যরা।

অপরদিকে ভারত শ্রীলঙ্কার বিপক্ষে ৫-০ গোলে জয় নিয়ে লীগ পর্ব শুরু করার পর ভুটানকে হারায় ৩-০ গোলে। তবে তৃতীয় ম্যাচে স্বাগতিকদের সঙ্গে আর পেরে ওঠেনি উপমহাদেশের এই পাওয়ার হাউস। হার মেনেছে ১-০ গোলে। লিগের শেষ ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা।

এ বিভাগের আরো খবর