এশিয়া কাপ খেলতে মঙ্গলবার আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ যুব দল। এশিয়া কাপ খেলে বিশ্বকাপ শিরোপা ধরে রাখা মিশনে নামবে জুনিয়র টাইগাররা।
তার আগে সোমবার আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেয় রাকিবুলের দল। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এ ফটোশুট।
কোভিডের কারণে খুব বেশি ম্যাচ খেলতে না পারলেও ভারতে তিনদলীয় সিরিজের শিরোপা জিতে দলের প্রস্তুতি খারাপ হয়নি বলে মনে করছেন অধিনায়ক রকিবুল হাসান।
সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘কোভিডের কারণে বাকি দেশগুলোরও আমাদের মত অবস্থা। তবে আমরা শেষ দুই তিনটা সিরিজ খেলেছি। সেই মোতাবেক ভালো করব আশা করছি। আমরা সেরাটা দিব। নিজেদের খেলার ওপর ফোকাস করছি। আশা করছি ভাল কিছু নিয়ে দেশে ফিরতে পারব।’
এশিয়া কাপ খেলতে মঙ্গলবার সন্ধ্যা ৭.৪৫ মিনিটে আরব আমিরাত যাচ্ছে জুনিয়র টাইগাররা।টুর্নামেন্টে গ্রুপ-বি তে খেলছে বাংলাদেশ। সেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, নেপাল ও কুয়েত।
২৪ ডিসেম্বর নেপালের সঙ্গে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে জুনিয়র টাইগাররা। পরদিন তাদের প্রতিপক্ষ কুয়েত। ২৮ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলে গ্রুপ পর্ব শেষ করবে রকিবুল বাহিনী।
দুই গ্রুপের সেরা চার দলকে নিয়ে ৩০ ডিসেম্বর হবে দুই সেমিফাইনাল। পরদিন হবে ফাইনাল।
আরব আমিরাত থেকে দল সরাসরি চলে যাবে ওয়েস্ট ইন্ডিজে। ১৪ জানুয়ারি শুরু হচ্ছে যুব বিশ্বকাপ।
ইংল্যান্ডের বিপক্ষে ১৬ জানুয়ারির ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। বাংলাদেশ খেলছে বিশ্বকাপের এ-গ্রুপে।
তাদের গ্রুপসঙ্গী ইংল্যান্ড, কানাডা ও আরব আমিরাত।