বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সতীর্থদের দেখা পেয়েই সন্তুষ্ট টাইগাররা

  •    
  • ১৯ ডিসেম্বর, ২০২১ ১৬:২৮

পুরো দলের কোভিড পরীক্ষা করানো হয়েছে রোববার। ফল নেগেটিভ আসলে মঙ্গলবার থেকে অনুশীলনে নামতে পারবেন সবাই। সে সুযোগের অপেক্ষায় আছে মুমিনুল বাহিনী, জানালেন শরীফুল।

নিউজিল্যান্ড সফরে কঠোর কোয়ারেন্টিন নিয়মে থাকতে হচ্ছে বাংলাদেশ দলকে। সফরে যেয়ে হোটেলরুমে বন্দিজীবন কাটানোর পাশাপাশি হালকা ব্যায়াম করে পার করেছেন এক সপ্তাহ।

এক সপ্তাহ কোয়ারেন্টিন থাকার পর অল্প সময় একে অপরের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন ও হাঁটাহাঁটি করার সুযোগ পাচ্ছেন।

এই সুযোগই স্বস্তি দিচ্ছে টাইগারদের। রোববার এক ভিডিওবার্তায় এমনটাই জানান জাতীয় দলের পেইসার শরীফুল ইসলাম।

শরীফুল বলেন, ‘আমাদের দুটো গ্রুপ করে রাখা হয়েছে। প্রতিদিন কিছু সময় নিচে এসে দুই-তিনবার দেখা করতে পারি। সামাজিক দূরত্ব মেনে কথা বলতে পারি। একজন আরেকজনের চেহারা দেখলে তখন ভালো লাগে।’

পুরো দলের কোভিড পরীক্ষা করানো হয়েছে রোববার। ফল নেগেটিভ আসলে মঙ্গলবার থেকে অনুশীলনে নামতে পারবেন সবাই। সে সুযোগের অপেক্ষায় আছে মুমিনুল বাহিনী, জানালেন শরীফুল।

তিনি বলেন, ‘আজ আমাদের কোভিড টেস্ট নিয়েছে। এটা নেগেটিভ আসলে পরশু আমরা অনুশীলনে যাব। এটা নিয়ে সবার মধ্যেই এক্সাইটমেন্ট কাজ করছে। আপনারা দোয়া করবেন যেন সবার রেজাল্ট নেগেটিভ আসে।’

নিউজিল্যান্ড সিরিজের শুরু থেকেই জাতীয় দলের ক্রিকেটার ও স্টাফরা করোনার আঘাতে জর্জরিত। বিমানে এক করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে আসায় বাড়িয়ে দেয়া হয়েছিল স্টাফসহ ৯ ক্রিকেটারের কোয়ারেন্টিন সময়কাল।

এরপর দ্বিতীয় বাধা আসে যখন টাইগার স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথের দেহে করোনা শনাক্ত হয়। এরপর বিশেষ সতর্কতাবশত সাত দিনের কোয়ারেন্টিন ১০ দিন করে দেয় নিউজিল্যান্ড সরকার।

এ বিভাগের আরো খবর