দরজায় কড়া নাড়ছে যুক্তরাষ্ট্র সফর। আর তার ঠিক আগ মুহূর্তেই বড় রকমের হোঁচট খেল আয়ারল্যান্ড। কোভিডে আক্রান্ত হলেন চার আইরিশ ক্রিকেটার।
এক বিবৃতিতে শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।
বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র সফরের আগে কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ায় দলের সঙ্গে মিয়ামিতে যেতে পারেননি ব্যারি ম্যাককার্থি ও জর্জ ডকরেল। আইসোলেশনের নির্ধারিত সময় কাটিয়ে ও পিসিআর টেস্টে নেগেটিভ হয়ে শিগগিরই সতীর্থদের সঙ্গে যোগ দেবেন তারা।’
এর আগে ইউএস টি-টোয়েন্টি ওপেন টুর্নামেন্ট খেলার যুক্তরাষ্ট্রে থাকাকালীন কোভিডে আক্রান্ত হন হ্যারি টেক্টর ও গ্যারেথ ডেলানি। জাতীয় দলের সঙ্গে যোগ দেয়ার আগে করোনা টেস্টে পজিটিভ আসে এই দুইজনের। যার ফলে তাদের থাকতে হচ্ছে ১০ দিনের রুম-আইসোলেশনে।
দল দেশ ছাড়ার আগে করানো পরীক্ষায় সহকারী কোচ গ্যারি উইলসনের পজিটিভ এলেও পরবর্তিতে সেটি ভুল বলে জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। পজিটিভ রিপোর্ট আসায় দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যেতে পারেননি তিনি।
দ্বিতীয়বার তার পরীক্ষা করানো হবে। আশা করা যাচ্ছে নেগেটিভ হলে রবিবার দলের সঙ্গে যোগ দিতে উড়াল দেবেন তিনি।
এদিকে কোভিড পজিটিভ এক ব্যক্তির সংস্পর্শে আসায় দলের সঙ্গে দেশ ছাড়তে পারেননি ক্রেইগ ইয়াংও। আগামী ১০ দিন কোয়েরেন্টিনে থেকে পিসিআর টেস্টে নেগেটিভ ফলাফল এলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।
যুক্তরাষ্ট্র সফরে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে আয়ারল্যান্ড। সিরিজটি শুরু হবে ২২ ডিসেম্বর আর শেষ হবে ৩১ ডিসেম্বর।
এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে আয়ারল্যান্ড। সেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে ৮ জানুয়ারি। একমাত্র টি-টোয়েন্টিটি হবে ১৭ জানুয়ারি।