বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দ্বিতীয় দিন শেষে বিপদে ইংল্যান্ড

  •    
  • ১৭ ডিসেম্বর, ২০২১ ১৮:৪৩

অস্ট্রেলিয়ার করা ৪৭৩ রানের জবাবে ৪৫৬ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৭ রান। বজ্রপাতের কারণে সাত ওভার বাকি থাকতেই শেষ হয় দিনের খেলা।

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৭৩ রানের জবাবে ৪৫৬ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৭ রান। বজ্রপাতের কারণে সাত ওভার বাকি থাকতেই শেষ হয় দিনের খেলা।

১ রানে উইকেটে আছেন ডাউয়িড মালান। ৫ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন জো রুট।

দুই উইকেটের বিনিময়ে ২২১ রান তুলে দ্বিতীয় দিন শুরু করে শুরুতে সেঞ্চুরি তুলে নেন মার্নাস ল্যাবুশেইন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। ১০৩ রান করে ওলি রবিনসনের এলবিডব্লিউয়ের ফাঁদে সাজঘরে ফিরতে হয় তাকে।

প্রথম টেস্টের ম্যাচ সেরা খেলোয়াড় ট্র্যাভিস হেড দ্বিতীয় টেস্টে এসে হতাশ করেন অজি সমর্থকদের। ১৮ রানে থামতে হয় তাকে। ব্যর্থতার বেড়াজাল ছিঁড়ে বের হতে পারেননি ক্যামেরন গ্রিনও।

ফলে দলীয় সংগ্রহ ৩০০ ছোঁয়ার আগে ৫ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।

এরপর বিপর্যয় এড়াতে এগিয়ে আসেন স্টিভ স্মিথ। ষষ্ঠ উইকেটে অ্যালেক্স ক্যারিকে সঙ্গে নিয়ে গড়েন ৯১ রানের জুটি। কিন্তু অ্যান্ডারসন সে জুটি ভাঙ্গেন ৯৩ রানে স্মিথকে ফেরানোর মধ্য দিয়ে।

ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়ে অ্যান্ডারসনের তোপের মুখে মাঠ ছাড়েন ক্যারি।

এরপর অভিষিক্ত মাইকেল নেসের ও মিচেল স্টার্কের কল্যাণে পাঁচ শর কাছাকাছি দাঁড় করায় অজিরা। নেসের করেন ২৪ বলে ৩৫ রান। আর স্টার্ক অপরাজিত থাকেন ৩৯ বলে ৩৯ রান করে।

৯ উইকেটে ৪৬৭ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন বেন স্টোকস। অ্যান্ডারসন শিকার করেন দুটি।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানে দুই ওপেনারকে হারায় সফরকারী দল। ওপেনার হাসিব হামিদের ব্যাট থেকে আসে ৬ রান ও ররি বার্নস করেন ৪ রান।

এরপর ইনিংসের নবম ওভারের মাইকেল নেসের বল ডেলিভারির সময় স্টেডিয়ামের ঠিক পেছনে বড়সড় বজ্রপাত হয়।

সেই ডেলিভারিটি কোনমতে মালান ঠেকালেও এরপর আর মাঠে থাকেননি দুই দলের খেলোয়াড়রা।

মাঠে ফেরা হয়নি তাদের। ফলে ৭ ওভার আগে শেষ করে দেওয়া হয় দিনের খেলা।

এ বিভাগের আরো খবর