টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে ক্রিকেটারদের স্ট্রোক প্লে ও স্ট্রাইক রেটে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। ৪০-৫০ বলে ২০০ বা তারও বেশি স্ট্রাইক রেটে সেঞ্চুরি হচ্ছে অহরহ। এর প্রতিফলনও পড়েছে টেস্টেও।
টেস্ট ম্যাচেও দিনে চার-সাড়ে চার করে ওভারে রান করছে আধুনিক টেস্ট দলগুলো।
অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে দেখা গেল উলটো ছবি। গত দেড় দশকের সবচেয়ে ধীরগতির টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মারনাস ল্যাবুশেইন।
ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডেলেইডে ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি তুলে নিতে ২৮৭ বল খেলেছেন এই ব্যাটার। ২০০৬ সালের পর এত ধীরগতির সেঞ্চুরি আর দেখেনি টেস্ট ক্রিকেট।
২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে জেসন গিলেস্পি ২৯৬ বলে শতরান করেছিলেন। সেটা হয়ে দাঁড়ায় তার খেলা সবশেষ টেস্ট ইনিংস।
ল্যাবুশেইন টেস্টের প্রথম দিন ব্যাট করা শুরু করেন। দ্বিতীয় দিন প্রথম সেশনে সেঞ্চুরি তুলে নেন তিনি। তবে ইনিংস বড় করতে পারেননি ২৭ বছর বয়সী এ ব্যাটার।
৩০৫ বলে ১০৩ রান করে আউট হন তিনি। ল্যাবুশেইনের ইনিংসে ছিল ৮টি চার।
তবে ধীরগতির শতকের বিশ্বরেকর্ডের চেয়ে অনেকটাই পিছিয়ে আছেন এই অজি ব্যাটসম্যান। সে রেকর্ডটি মুদাসসর নজরের দখলে।১৯৭৭ সালে লাহোরে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ৪১৯ বল খেলে তিন অঙ্কে পৌঁছান তিনি।