বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মতিন-জোনাথনের ম্যাজিকে সেমিতে কিংস

  •    
  • ১২ ডিসেম্বর, ২০২১ ২২:০৮

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে রবিবার দ্বিতীয় কোয়ার্টারে শেখ জামালকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। ঢাকা আবাহনী, সাইফ স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ পুলিশ এফসির পর চতুর্থ দল হিসেবে টুর্নামেন্টের সেমিতে পা রাখল অস্কার ব্রুজনের বাহিনী।

চলমান রিভেইরা স্বাধীনতা কাপের শেষ কোয়ার্টার ফাইনালে শেখ জামালকে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস।

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে রবিবার দিনের দ্বিতীয় কোয়ার্টারে শেখ জামালকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয় বসুন্ধরা কিংস।

ঢাকা আবাহনী, সাইফ স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ পুলিশ এফসির পর চতুর্থ দল হিসেবে সেমিতে পা রাখল অস্কার ব্রুজনের বাহিনী।হাড্ডাহাড্ডি ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। সকল নাটক যেন অপেক্ষা করছিল দ্বিতীয়ার্ধে।ম্যাচের ৫৭ মিনিটে পেনাল্টির একটি দাবি নিয়ে বাধে বিপত্তি। কিংসের ডি-বক্সের ভেতরে শেখ জামালের ফরোয়ার্ড চিনেদু ম্যাথিউয়ের নেয়া শটটা কিংসের ডিফেন্ডার খালেদ শাফির হাতে লাগলে পেনাল্টির জোরালো আবেদন করে হলুদ জার্সিধারীরা।

তাতে সাড়া দেননি রেফারি। পেনাল্টির আবেদনের জেরে ডাগআউটে ক্ষোভে ফেটে পড়া শেখ জামালের স্প্যানিশ কোচ হুয়ান ম্যানুয়াল মার্তিনেজকে লাল কার্ড দেখান রেফারি।

খেলা চালু হলে লাল কার্ড কাণ্ডের পরপরই কাউন্টার অ্যাটাকে শেখ জামালের জালে বল জড়িয়ে উল্লাসে মাতে বসুন্ধরা কিংস। চাপে থাকা দলকে উদ্ধার করতে অনেকটা ম্যাজিক গোল করেন কিংসের দেশি ফরোয়ার্ড মতিন মিয়া।

ম্যাচের ৫৮ মিনিটে রবসন রবিনিয়োর পাস থেকে বল পেয়ে একক নৈপুণ্যে দুর্দান্ত গোল করেন মতিন। ডি বক্সের বাম পাশে বল পেয়ে তিন ডিফেন্ডারকে কাটিয়ে একেবারে গোলবারের ডান কোণা বরাবর বল ঠুকে দিয়ে মৌসুমে নিজের প্রথম গোলটি আদায় করে নেন তিনি।

মতিনের গোলে এগিয়ে যায় কিংস।

এদিকে পিছিয়ে থাকা শেখ জামালকে সমতায় ফেরার সুযোগ না দিয়ে ম্যাচের ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কিংস। এবার স্টোজান ব্রাঞ্জেসের পাস থেকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল জালে পাঠিয়ে দেন কিংসের ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন ফার্নান্দেজ।

শেখ জামালের ম্যাচে ফেরা আরও কঠিন করে ফেলে কিংস। রক্ষণভাগ মজবুত করার পাশাপাশি ব্যবধান বাড়াতে চেষ্টা চালিয়ে যায় কিংস। তারই ধারাবাহিকতায় জোনাথন ফার্নান্দেজ আর আলমগীর রানা দুই গোল করে ম্যাচ নিজেদের করে নেয়। ৪-০ ব্যবধানে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ত্যাগ করে কিংস।

আগামী মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সেমি ফাইনালের ম্যাচে পুলিশের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস।

এ বিভাগের আরো খবর