পাকিস্তানের বোলিং আক্রমণের বিপক্ষে প্রায় একাই লড়াই করছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার পূর্ণ করেছেন তার ২৬তম টেস্ট ফিফটি। মেহেদি মিরাজকে নিয়ে সপ্তম উইকেট জুটিতে টিকে রয়েছেন তিনি।
বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৮৩।
মুশফিকের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৪৯ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন সাকিব। ইনিংস ব্যবধানে হার এড়ানোর কাছাকাছি নিয়ে যান দলকে।
ফিফটির সঙ্গে সাকিব পূর্ণ করেন টেস্ট ক্রিকেটে চার হাজার রান। একই সঙ্গে চার হাজার রান ও ২০০ উইকেটের ডাবল অর্জন করা ষষ্ঠ ক্রিকেটার বনে যান তিনি।
তবে এই অর্জনে তিনিই দ্রুততম। সাকিব এই ডাবল অর্জন করলেন ৫৯ টেস্টে। ইয়ান বোথাম করেছিলেন ৬৯ টেস্টে। গ্যারি সোবার্স ৮০ টেস্টে, কপিল দেব ৯৭ টেস্টে, ড্যানিয়েল ভেটরি ১০২ ম্যাচে ও জ্যাক ক্যালিস ১০২ টেস্টে এ ডাবল অর্জন করেন।
পঞ্চম ও শেষ দিন ২৩ ওভারের খেলা বাকি রয়েছে। সাকিবের ওপরই দায়িত্ব থাকবে বাংলাদেশের হয়ে টেস্ট ম্যাচ বাঁচানোর।