বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসি-এমবাপের জোড়া গোলে উড়ে গেল ব্রুগা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ ডিসেম্বর, ২০২১ ১১:৩৪

লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের জোড়া গোলে বেলজিয়ামের ক্লাব ব্রুগাকে ৪-১ ব্যবধানে হারিয়ে নকআউটে পৌঁছে গেছে প্যারিসিয়ানরা।

দারুণ জয়ে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব শেষ করেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের জোড়া গোলে বেলজিয়ামের ক্লাব ব্রুগাকে ৪-১ ব্যবধানে হারিয়ে নকআউটে পৌঁছে গেছে প্যারিসিয়ানরা।

গ্রুপ-এতে দ্বিতীয় স্থান নিয়ে পরের রাউন্ডে গেল পিএসজি। শীর্ষে থেকে নকআউট নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। রাতে তারা জার্মানির আরবি লাইপসিগের কাছে ২-১ গোলে হেরে যাওয়ার পরও শীর্ষস্থান ধরে রাখে।

পিএসজির সঙ্গে অবশ্য অঘটনের কোনো সুযোগ ছিল না। নিজ মাঠ পার্ক দ্য প্রিন্সেসে শুরু থেকে দারুণ ছন্দে ছিলেন মেসি-এমবাপেরা।

স্বাগতিক দর্শকরা নড়েচড়ে বসার আগেই দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। তার গোলে ম্যাচের দ্বিতীয় মিনিটে লিড নেয় পিএসজি।

এই গোলের রেশ মিলিয়ে যাওয়ার আগে আরেকবার বল জালে জড়ান এই ফ্রেঞ্চ তারকা। ৭ মিনিটে ব্যবধান ২-০ করে ফেলে ঘরের দল।

ব্রুগাকে ম্যাচের প্রথমার্ধে কোনো সুযোগই দেয়নি প্যারিসিয়ানরা। মাঝমাঠে মার্কো ভেরাত্তি ও লিওনেল মেসির যুগলবন্দিতে দিশেহারা হয়ে পড়ে অতিথিদের ডিফেন্স। পিএসজির প্রায় প্রতিটি আক্রমণ শুরু হয়েছে ভেরাত্তির পা থেকে।

স্কোরশিটে মেসি নাম ওঠান বিরতির আগে। এমবাপের পাস থেকে বক্সের বাইরে বল পেয়ে যান এই আর্জেন্টাইন। দুজন ডিফেন্ডারকে কাটিয়ে দূর থেকে জোরালো শটে বল জালে জড়ান তিনি।

৩-০ গোলে এগিয়ে থেকে ম্যাচ এক রকম নিশ্চিত করেই প্রথমার্ধ শেষ করে পিএসজি।

বিরতির পর কিছুটা খোলস ছেড়ে বের হয় ব্রুগা। চেষ্টা করে পিএসজির ডিফেন্সে আক্রমণের। তাদের সে প্রচেষ্টা সফল হয় ৬৮ মিনিটে।

নোয়া ল্যাঙয়ের পাস থেকে এক গোল শোধ করেন ম্যাটস রিটস।

বেশিক্ষণ এই আনন্দ ধরে রাখতে পারেনি ব্রুগা। মিনিট ছয়েক পরই মেসিকে বক্সে ফাউল করেন ব্রুগার ফন ডার ব্রেম্পট।

রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট থেকে নিজের দ্বিতীয় ও দলের চার নম্বর গোলটি করেন মেসি। এবারের চ্যাম্পিয়নস লিগে পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছেন তিনি।

৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

রাতের অন্য ম্যাচে ইন্টারনাৎসিওনালকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এফসি পোর্তোকে ৩-১ গোলে পরাজিত করেছে আতলেতিকো মাদ্রিদ।

এ বিভাগের আরো খবর