বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গ্রুপ চ্যাম্পিয়ন আবাহনী, কোয়ার্টারে স্বাধীনতা কেসি

  •    
  • ৭ ডিসেম্বর, ২০২১ ২০:৫১

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার দিনের একমাত্র ম্যাচে রহমতগঞ্জকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আবাহনী। রহমতগঞ্জ বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। আর রানার-আপ হয়ে কোয়ার্টারে পা রাখে নবাগত দল স্বাধীনতা কেসি।

ঢাকা আবাহনীর কাছে হেরে চলমান রিভেইরা স্বাধীনতা কাপ থেকে বিদায় নিল পুরান ঢাকার জায়ান্টখ্যাত রহমতগঞ্জ এমএফসি। টানা দ্বিতীয় জয়ে গ্রুপ ‘এ’র চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে পা রাখল ঢাকা আবাহনী।

রহমতগঞ্জের বিদায়ে গ্রুপ রানার-আপ হিসেবে শেষ আট নিশ্চিত করেছে নবাগত দল স্বাধীনতা কেসি।

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার দিনের একমাত্র ম্যাচে রহমতগঞ্জকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আবাহনী।

দুই ব্রাজিলিয়ান রাফায়েল আগুস্তো ও ডরিয়েল্টন গোমেজের ম্যাজিকে বড় জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে আকাশি নীল-হলুদ জার্সিধারীরা।

আগের ম্যাচে স্বাধীনতা কেসির কাছে হারার পর আবাহনীর সঙ্গে ম্যাচটি বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছিল রহমতগঞ্জের জন্য। নক আউট পর্বে যেতে এই ম্যাচে জেতার বিপল্প ছিল না জায়ান্ট কিলারদের সামনে।

তবে মাঠে রহমতগঞ্জের পারফরমেন্সে তেমন একটা মরিয়া ভাব দেখা যায়নি। অনুমেয়ভাবে আধিপত্য বজায় রেখেই খেলেছে আবাহনী।

বাদশার আত্মঘাতী গোলে অবশ্য শুরুতে ম্যাচের লিড নেয় রহমতগঞ্জ। তিন মিনিট পরই ম্যাচে ফিরে আসে আবাহনী। পেনাল্টি থেকে গোল করেন ডরিয়েল্টন।

প্রথমার্ধেই আবারও লিড নিয়ে বিরতিতে যেতে পারত রহমতগঞ্জ। পেনাল্টি মিস করে বসেন দলের ঘানার ফরোয়ার্ড ফিলিপ আদজাহ।

দ্বিতীয়ার্ধে ডরিয়েল্টন আর রাফায়েল আগুস্তোর গোলে ব্যবধান ৩-১ করে ফেলে আবাহনী। আবাহনীর জার্সিতে অভিষেক ম্যাচে জোড়া গোলে নিজের যোগ্যতার জানান দেন চীনের শীর্ষ লিগে খেলে আসা ডরিয়েল্টন।

পরে আর কোনো গোলের দেখা পায়নি সৈয়দ জিলানীর রহমতগঞ্জ। ফলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে মারিও লেমসের বাহিনী।

এ জয়ে সর্বোচ্চ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে চলে যায় আবাহনী। রহমতগঞ্জ বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। আর রানার-আপ হয়ে কোয়ার্টারে পা রাখে নবাগত দল স্বাধীনতা কেসি।

কোয়ার্টার ফাইনালে আবাহনী পেল বাংলাদেশ সেনাবাহিনীকে। আর স্বাধীনতা কেসি পেয়েছে গ্রুপ ‘সি’-এর চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাবকে। আগামী ১০ ডিসেম্বর দুটি ম্যাচ হবে একই ভেন্যুতে।

এ বিভাগের আরো খবর