আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের স্পিনার নাহিদা আক্তার। মাসের সেরা তিন নারী ক্রিকেটারের একজন হিসেব মনোনয়ন পেয়েছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরষ্কার পেলেন ২১ বছরের এ স্পিনার।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডেতে ১১ উইকেট তুলে নিয়েছিলেন নাহিদা। পুরো সিরিজে তার গড় ছিল ৪.৮১। আর দ্বিতীয় ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট।
বিশ্বকাপ বাছাইপর্বেও ছন্দ ধরে রাখেন নাহিদা। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন উইকেটের জয়ে দুই উইকেট নিয়ে অবদান রাখেন তিনি।
নাহিদার সঙ্গে পাকিস্তানের আনাম আমিন ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস মনোনয়ন পেয়েছেন।
পাঠকদের ভোটে নির্বাচিত হবে নভেম্বরের মাস সেরা তারকা। ক্রিকেট ভক্তরা আইসিসির ওয়েবসাইটে যেয়ে নির্দিষ্ট লিংকে ক্লিক করে ভোট দিতে পারবেন।
নভেম্বরের সেরা তিন পুরুষ ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের আবিদ আলি, নিউজিল্যান্ডের টিম সাউদি ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।