নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে রেকর্ড জয় তুলে সিরিজ নিশ্চিত করেছে ভারত। ভারতের দেয়া ৫৪০ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬৭ রানে গুটিয়ে যায় ব্ল্যাকক্যাপস। আর ভারত পায় ৩৭২ রানের বড় জয়।
রানের হিসেবে এটি টেস্টে ভারতের সবচেয়ে বড় জয়। এর আগের জয় ছিল ২০১৫ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে ৩৩৭ রানের।
মুম্বাইয়ে সোমবার ৫ উইকেটের খরচায় ১৪০ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল সফরকারী দল। কিন্তু জয়ন্ত ইয়াদভ ও রভিচন্দ্রন আশউইনের স্পিনে প্রথম সেশনে অল আউট হতে হয় নিউজিল্যান্ডকে। তার আগে পাঁচ ব্যাটসম্যান মিলে স্কোর বোর্ডে যোগ করেন ২৭ রান।
দিনের শুরু থেকেই অতিথি ব্যাটসম্যানদের বিপক্ষে স্পিন আক্রমণ চালান ভারতের অধিনায়ক ভিরাট কোহলি। ভারতের স্পিন আক্রমণ সামাল দিতে নাজেহাল হয়ে পড়ে ব্ল্যাকক্যাপস।
দিনের প্রথম চারটি উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে বড় পরাজয়ের কাছে নিয়ে যান জয়ন্ত।দলীয় ১৬২ রানে শুরু হয় নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের আসা-যাওয়া। ৫০ বলে ১৮ রানে রাচিন রাভিন্দ্র ফেরার পর কাইল জেমিসন, টিম সাউদি, উইলিয়াম সমারভিলের ব্যাট থেকে আসে মোট এক রান।
উইকেটের অন্য প্রান্ত আগলে লড়াই চালিয়ে যাচ্ছিলেন হেনরি নিকোলস। তাকে ৪৪ রানে ফিরিয়ে নিউজিল্যান্ডের কফিনের শেষ পেরেক ঠুকে দেন আশউইন। সঙ্গে দলকে উপহার দেন ৩৭২ রানের বড় জয়।
চারটি করে উইকেট যায় আশউইন ও জয়ন্তের ঝুলিতে। একটি উইকেট নেন আক্সার প্যাটেল।
এর আগে আজাজ প্যাটেলের ইতিহাস গড়া বোলিংয়ে ৩২৫ রানে অলআউট হয় ভারত।
জবাবে ৬২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ২৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। সেই সুবাদে সফরকারীদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৪০ রানের।