চলমান রিভেইরা স্বাধীনতা কাপে উত্তর বারিধারা ও বাংলাদেশ বিমান বাহিনীর ম্যাচটি ড্র হয়। ফলে নক আউট পর্বে যাওয়ার আশা শেষ হয়ে যায় প্রিমিয়ার লিগের দল বারিধারার। আর বেশি পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে শেখ জামাল ও শেখ রাসেল।
বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে উত্তর বারিধারাকে ১-১ গোলে রুখে দেয় বাংলাদেশ বিমানবাহিনী।
এর আগে গ্রুপের প্রথম দুই ম্যাচে শেখ জামালের সঙ্গে ড্র আর শেখ রাসেলের কাছে হারে বারিধারা। আর দুটি ম্যাচই হেরেছিল বিমানবাহিনী। এক পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালের আশা টিকে ছিল বারিধারার।
তা আর হলো না। বিমানবাহিনীর জালে ধরা দেয় বারিধারা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৯ মিনিটে জুয়েল মিয়ার গোলে লিড নেয় বিমানবাহিনী।
ম্যাচের একেবারে শেষ ১০ মিনিটে সমতায় ফেরে বারিধারা। ৮২ মিনিটে এভগেনি কচনেভের গোলে সমতা আনে বারিধারা। শেষে জয়সূচক গোলের দেখা পায়নি কোনো দল।
ফলে গ্রুপের শীর্ষে থাকা শেখ জামাল ও শেখ রাসেল ‘বি’ গ্রুপ থেকে নক আউট পর্ব নিশ্চিত করেছে। আর টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বারিধারা ও বিমানবাহিনী।