বৃষ্টিতে প্রায় সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে শুরু হয়েছে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা। পাকিস্তানের হয়ে উইকেটে আছেন বাবর আজম ও আজহার আলি।
প্রথম দিন আলোকস্বল্পতায় ৩৩ ওভার আগে খেলা শেষ হলে ম্যাচ অফিশিয়ালরা দ্বিতীয় দিন সকাল সাড়ে ৯টায় খেলা শুরুর সিদ্ধান্ত নেন।
দ্বিতীয় দিন সকাল থেকে বৃষ্টি থাকায় খেলা শুরুর সময় পিছিয়ে প্রথমে ১০.৪০ এরপর ১১.২০ করা হয়। এরপরও সম্ভব না হলে মধ্যাহ্ন বিরতির ঘোষণা দেন আম্পায়াররা।
দ্বিতীয় সেশন ১২.১০ থেকে শুরুর কথা থাকলেও মাঠ খেলার উপযোগী করে তুলতে আধঘণ্টার মতো সময় লাগে।
ফলে ১২.৫০ মিনিটে শুরু হয় দ্বিতীয় দিনের খেলা। দুই উইকেটে ১৬১ রান দিয়ে দিনের খেলা শুরু করে পাকিস্তান।
বাবর আজম ৬০ ও আজহার ৩৬ রান নিয়ে খেলছেন।