বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টানা দ্বিতীয় ড্র মেসিদের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ ডিসেম্বর, ২০২১ ১২:১০

লঁসের মাঠে ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় পিএসজিকে। এ ড্রয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখলেও ব্যবধান কমেছে প্যারিসিয়ানদের।

ফ্রেঞ্চ লিগে ড্রয়ের হতাশ কাটিয়ে উঠতে পারছে না প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে লিওনেল মেসির দল।

লঁসের মাঠে ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় পিএসজিকে। এ ড্রয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখলেও ব্যবধান কমেছে প্যারিসিয়ানদের।

ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক খেলতে থাকে। প্রথম সুযোগ পায় পিএসজি।

১৮ মিনিটে ভেরাত্তির পাস থেকে নেয়া মেসির শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর লঁসের টানা তিনটি আক্রমণ নস্যাৎ করে দেয় পিএসজি।

এর মধ্যে সবচেয়ে ভালো সুযোগটি পান চেইক ডোকোরে। ৩০ মিনিটে তার নেয়া শট অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দলকে নিরাপদে রাখেন পিএসজি কিপার কেইলর নাভাস।

প্রথমার্ধের শেষ মুহূর্তে সহজ সুযোগ নষ্ট করেন আনহেল দি মারিয়া। কাছ থেকে করা এই আর্জেন্টাইনের ভলি ঝাপিয়ে পড়ে ঠেকান লঁসের গোলকিপার।

বিরতির পর আসে ম্যাচের প্রথম গোল। ৬২ মিনিটে মেসির কাছ থেকে বল নিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন সেকো ফোফানা।

পিএসজির খেলোয়াড়রা ফাউলের আবেদন করলেও তা কানে তোলেননি রেফারি। ১-০ গোলে এগিয়ে যায় লঁস।

পিছিয়ে পড়ে আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেয় পিএসজি। মেসি খেলার নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণ সাজাতে থাকেন। তবে গোলের দেখা পাচ্ছিল না অতিথি দল।

ম্যাচের শেষ মুহূর্তে আসে পিএসজির কাঙ্ক্ষিত গোল। ৯২ মিনিটে কিলিয়ান এমবাপের ক্রসে মাথা ছুঁইয়ে সমতা ফেরান জর্জিনিয়ো উইনাল্ডাম। স্বস্তি ফেরে মরিসিও পচেত্তিনোর শিবিরে।

এক পয়েন্ট নিয়ে নিজ শহরে ফিরতে হয় পিএসজিকে। ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তারা শীর্ষেই থাকল। এক ম্যাচ কম খেলা ও দুইয়ে থাকা মার্শেইয়ের সংগ্রহে আছে ২৯ পয়েন্ট।

এ বিভাগের আরো খবর