স্বাধীনতা কাপ ফুটবলের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশের কাছে পয়েন্ট হারিয়ে টুর্নামেন্ট শুরু করে চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয় ম্যাচে এবার বাংলাদেশ নৌবাহিনীর কাছে হোঁচট খেল মারুফুল হকের বাহিনী। এ ড্রয়ের ফলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা কমে গেল বন্দরনগরীর দলটির।
বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে গ্রুপ ডি-র ম্যাচে শনিবার চট্টগ্রাম আবাহনীকে ১-১ গোলে রুখে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
এর আগে বাংলাদেশ পুলিশের সঙ্গে ড্র করে পয়েন্ট খুইয়ে টুর্নামেন্ট শুরু করে চট্টগ্রাম আবাহনী। আর কিংসের কাছে ৬-০ ব্যবধানে ভরাডুবির মাধ্যমে টুর্নামেন্ট শুরু করে নৌবাহিনী। তাই দ্বিতীয় ম্যাচটা ফেরার মঞ্চে পরিণত হয় দুই দলের জন্য।
ম্যাচের ১৪ মিনিটে চট্টগ্রাম আবাহনীকে চমকে লিড নেয় নৌবাহিনী। রহমত মিয়ার ক্রস থেকে জুয়েল রানার হেড ঠিকানা খুঁজে পেলে প্রথম গোলের উল্লাসে মাতে নৌবাহিনী।
এক গোলের স্বস্তিতে বিরতি থেকে ফিরে অগোছালো খেলতে দেখা যায় দুই দলকে। ম্যাচে ফিরতে মরিয়া আবাহনীর শিবিরে আরেকটি আঘাত আসে ম্যাচের ৮৫ মিনিটে।
নৌবাহিনীর মিডফিল্ডার গালিবকে বাজে ট্যাকেলের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সোহেল রানাকে।
ফলে ১০ জনের দলে পরিণত হয় আবাহনী। এ অবস্থা নিয়েও আক্রমণ চালিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। নির্ধারিত সময়ের শেষ মিনিটে সমতায় ফেরে বন্দরনগরীর দলটি। কামরুল রাব্বির ফ্রি-কিক থেকে উড়ে আসা বলে দারুণ হেডে বল জালে জড়ান কেহিনডে ইসা।
পরে আর কেউ গোলের দেখা না পেলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।
এ ড্রয়ের ফলে কোয়ার্টারে খেলা কঠিন হয়ে গেল চট্টগ্রাম আবাহনীর জন্য। শেষ ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে পয়েন্ট পাওয়ার বিকল্প নেই মারুফুল হক বাহিনীর।
আর নক আউট পর্বে খেলার সুযোগ আছে গ্রুপের অন্য দুই দল পুলিশ ও নৌবাহিনীর। শেষ ম্যাচে যে জিতবে তার সম্ভাবনা রয়েছে কোয়ার্টার ফাইনালের।