কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে খুব একটা সুনাম কামাতে পারেননি রাসেল ডমিঙ্গো। ক্রিকেটারদের পারফরম্যান্সের অবনতি, দলীয় কোন্দল, ব্যর্থতা সব মিলিয়ে তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই।
তারপরও টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে আনুষ্ঠানিকভাবে প্রোটিয়া এই কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাতীয় দলের কোচিং প্যানেলে ‘পরিবর্তন’ নিয়ে বিশ্বকাপের পর থেকে জোর গুঞ্জন চলতে থাকে ক্রিকেট পাড়ায়। শোনা যেতে থাকে পদ হারাতে যাচ্ছেন হেড কোচসহ কোচিং স্টাফের বড় একটি অংশ।
এ বিষয়ে শনিবার মুখ খুললেন খোদ বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, জানুয়ারিতে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কোচিং প্যানেলের পরিবর্তন আসবে কি না সেই বিষয়ে।
পাপন বলেন, ‘কোচের সঙ্গে দূরত্ব, মনোমালিন্য আপনারা যেমন জানেন, আমিও তেমন জানি। এটা আসল জায়গা থেকে বলতে হবে। তা না হলে লাভ নেই। শোনা যায় অনেক কিছু। কিন্তু আসল জায়গা থেকে যদি না বের হয় তাহলে কোন লাভ নেই।’
‘অধৈর্য্য হওয়ার কিছু নেই। আমাদের হাতে জানুয়ারি মাসটা আছে। এই মাস পর আমরা যা সিদ্ধান্ত নেয়ার তা নেব,’ তিনি যোগ করেন।
এখন প্রশ্ন জাগতে পারে এতো কিছু জানার পরও কেন চুক্তি নবায়ন করা হল ডমিঙ্গোর সঙ্গে? উত্তরে বিসিবি বস জানালেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত অন্য কোনো কোচের স্লট খালি না থাকায় বাধ্য হয়েই চুক্তি নবায়ন করেছে বোর্ড।
পাপন বলেন, ‘বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে রাসেল ডমিঙ্গো আমাদের কাছে লিখিতভাবে জানায় যে তার একটা ভালো প্রস্তাব আছে। যদি আমরা তাকে নতুন চুক্তির আওতায় নিয়ে আসি তাহলে সে থাকবে। আর যদি না করি তবে সে ঐ ঝুঁকির মধ্যে থাকবে না।’
জোর গুঞ্জন, নিউজিল্যান্ড সিরিজের পরই শেষ হতে যাচ্ছে রাসেল ডমিঙ্গো অধ্যায়ের।