বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভুলের বিষয়ে অবগত নন বিসিবি সভাপতি, সিইও

  •    
  • ৪ ডিসেম্বর, ২০২১ ১৪:৩০

খালেদের নামের ভুল সম্পর্কে অবগত না থাকলেও নাজমুল হাসান পাপন দুঃখ প্রকাশ করেছেন অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য। বারবার এমন ভুল হওয়ার পরও এগুলো সম্পর্কে অবগত নন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

একের পর এক হারে জর্জরিত বাংলাদেশ ক্রিকেট দল। প্রতি ম্যাচে কোনো না কোনো ভুলের জন্য হারকে সঙ্গী করে মাঠ ছাড়ছে টাইগাররা। পিছিয়ে নেই তাদেরকে অভিভাবক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। তারাও মাঠের বাইরে করছে একের পর এক ভুল।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন সংবাদকর্মীদের দেয়া হয়েছিল মাঠে বসে ম্যাচ কভার করার জন্য অ্যাক্রিডিটেশন কার্ড। আর সেই কার্ডে রিপোর্টারের ইংরেজি বানান ভুল করেছিল বিসিবি। রিপোর্টারের বানান ভুল করে সেখানে লেখা হয়েছিল Reportar.

বিষয়টি বোর্ড কর্তাদের নজরে এলে দুই দিন পর বানান ঠিক করে নতুন কার্ড ইস্যু করেছিল বোর্ড।

বিসিবির দায়িত্বহীনতার পরিচয় পাওয়া যায় টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও। ম্যাচের টিকিটে খেলা শুরুর সময় সকাল ১০ টার পরিবর্তে লেখা ছিল রাত ১০ টায়।

ম্যাচের দিন বাংলাদেশের টিম শিটের ছবিতে বাংলাদেশের ইংরেজি বানান ভুল করেছিল বিসিবি।

Bangladesh-এর পরিবর্তে সেখানে Bamgladesh লেখা হয়। সেখানে স্বাক্ষর ছিল অধিনায়ক ও টিম ম্যানেজারের।

সবশেষে বোর্ডের কল্যাণে বদলে গেছে জাতীয় দলের পেইসার খালেদ আহমেদের নাম।

সিরিজের শেষ টেস্ট শুরুর আগে জাতীয় দলের টিম পেইসার সৈয়দ খালেদ আহমেদের নাম লেখা হয় সৈয়দ খালেদ হোসেইন। সেই শিটে স্বাক্ষর ছিল অধিনায়ক মুমিনুল হক ও টিম ম্যানেজার নাফিস ইকবাল খানের।

বারবার এমন ভুল হওয়ার পরও এগুলো সম্পর্কে অবগত নন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। চলতি টেস্টে খালেদের নামের ভুলের বিষয়টি জানা নেই তার।

ভুল সম্পর্কে প্রশ্ন করা হলে নিউজবাংলাকে সুজন পাল্টা প্রশ্ন করেন, ‘আজকেও কি ভুল হয়েছে? কী ভুল হয়েছে আজকে?’

খালেদের নামের ভুল সম্পর্কে অবগত না থাকলেও বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন দুঃখ প্রকাশ করেছেন অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য।

নিউজবাংলাকে সভাপতি বলেন, ‘এটা (নাম ভুল হওয়াটা) অনেক বড় ভুল। আমরা বিষয়টি খতিয়ে দেখব। সামনে যেন এরকম ভুল না হয় সে জন্য আরও বেশি সতর্ক থাকব।’

এ বিভাগের আরো খবর