বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার বাংলাদেশের খেলোয়াড়ের নাম ভুল করল বিসিবি

  •    
  • ৪ ডিসেম্বর, ২০২১ ১২:০১

সিরিজের শেষ টেস্ট শুরুর আগে জাতীয় দলের পেইসার সৈয়দ খালেদ আহমেদের নাম লেখা হয় সৈয়দ খালেদ হোসেইন। সেই শিটে স্বাক্ষর ছিল অধিনায়ক মুমিনুল হক ও টিম ম্যানেজার নাফিস ইকবাল খানের।

পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ জাতীয় দল। তাদের সঙ্গে পাল্লা দিয়ে যেন ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবি।

পাকিস্তান সিরিজের শুরু থেকে একের পর এক ভুল করে চলেছে বিসিবি। একইসঙ্গে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে নিজেদের কাজে কতটা পেশাদারিত্ব মেনে চলছে তারা!

নিজ দেশের নামে ভুল, খেলা শুরুর সময়ে ভুলের পর এবারে বিসিবি ভুল করেছে ক্রিকেটারের নামে। বোর্ডের কল্যাণে বদলে গেছে পেইসার খালেদ আহমেদের নাম নাম।

সিরিজের শেষ টেস্ট শুরুর আগে জাতীয় দলের পেইসার সৈয়দ খালেদ আহমেদের নাম লেখা হয় সৈয়দ খালেদ হোসেইন। সেই শিটে স্বাক্ষর ছিল অধিনায়ক মুমিনুল হক ও টিম ম্যানেজার নাফিস ইকবাল খানের।

এই ভুলের কারণ হতে পারে দুটি। এক, নিজের দলের ক্রিকেটারদের নাম জানা নেই বোর্ডের কর্মকর্তাদের। অথবা দায়সারাভাবে নিজেদের দায়িত্ব পালন করছেন তারা।

এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টের টিকিটে সকাল ১০টার পরিবর্তে খেলা শুরুর সময় দেয়া হয় রাত ১০টা।

সেখানে থেমে থাকেনি বোর্ড। দুই ম্যাচ টেস্ট সিরিজের টেস্টে বাংলাদেশের টিম শিটের ছবিতে বাংলাদেশের ইংরেজি বানান ভুল করেছিল বিসিবি।

Bangladesh-এর পরিবর্তে সেখানে Bamgladesh লেখা হয়। সেখানেও স্বাক্ষর ছিল অধিনায়ক ও টিম ম্যানেজারের।

শুধু তাই নয়। সিরিজ শুরুর আগের দিন বিসিবির পক্ষ থেকে সংবাদকর্মীদের জন্য অ্যাক্রিডিটেশন কার্ড সরবরাহ করা হয়। সেখানে রিপোর্টারের ইংরেজি বানানেও ছিল ভুল। যদিও একদিন বাদেই সেটি পরিবর্তন করে নতুন কার্ড ইস্যু করা হয়।

এ বিভাগের আরো খবর