বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২১ এ ড্র করেছে শেরপুর জেলা ও মানিকগঞ্জ জেলা দল। মেঘনা গ্রুপের ম্যাচটি অনুষ্ঠিত হয় শেরপুরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে।
ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। শুক্রবার বিকেলে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের (ডিএফএ) আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত হয় এই ম্যাচ। টুর্নামেন্টের ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
খেলার প্রথমার্ধে শেরপুর জেলা দল ৩-১ গোলে এগিয়ে থাকলেও বিরতির পর মানিকগঞ্জ জেলা দল একের পর এক আক্রমণ চালিয়ে দুই গোল করে খেলায় সমতা ফেরায়।কোনো দল আর গোলের দেখা পেলে ড্রতে শেষ হয় ম্যাচ। ৬ ডিসেম্বর শেরপুর জেলা দল মানিকগঞ্জে গিয়ে অ্যাওয়ে ম্যাচ খেলবে।
বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২১ এর ম্যাচে মেঘনা গ্রুপে হোম-অ্যাওয়ে ভিত্তিতে আটটি দল খেলছে। শেরপুর ও মানিকগঞ্জ ছাড়া অন্য দলগুলো হলো ময়মনসিংহ, টাংগাইল, গাজীপুর, নেত্রকোনা, জামালপুর ও সিরাজগঞ্জ।