মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয়ের মাসকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও মেরিন ড্রাইভ আল্ট্রা ম্যারাথন হয়েছে।
প্রথমবারের মতো এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে ট্রান্সজেন্ডার, দৃষ্টিপ্রতিবন্ধী ও হুইলচেয়ার ব্যবহারকারী ১০০ জন অ্যাথলিট।কক্সবাজারের ইনানী সৈকতের বালিয়াড়ি থেকে শুক্রবার সকাল ৬টায় এ ম্যারাথন শুরু হয়৷আয়োজকরা জানান, বৈচিত্র্যের প্রতি ইতিবাচক মানসিকতার প্রসার ঘটাতে ও সমাজের বিভিন্ন বৈচিত্র্যের মানুষের অংশগ্রহণ উৎসাহিত করতে এ আল্ট্রা ম্যারাথনের আয়োজন করা হয়। অংশগ্রহণকারী অ্যাথলিটের সংখ্যা ৩০০।মেরিন ড্রাইভ আল্ট্রা ম্যারাথনে বরিশাল, রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম থেকে এসে অ্যাথলিটরা অংশ নেন।ম্যারাথনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫০ কিলোমিটার, সাধারণ অ্যাথলিটদের জন্য ১০০ কিলোমিটার দূরত্ব ছিল।
২০২০ সালের ১৭ জানুয়ারি ‘ভ্রমণ হোক দায়িত্বশীল ও পরিবেশবান্ধব’ স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো কক্সবাজারের মেরিন ড্রাইভে আল্ট্রা ম্যারাথনের আয়োজন হয়।তারই ধারাবাহিকতায় এ বছর ‘দেশ আমার, দায়িত্ব আমার’ স্লোগানকে সামনে রেখে আয়োজন হয় এবারের আসরের।