কোভিড পরিস্থিতিতে গতবছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করতে পারেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় বিসিবি আগামী বছর আয়োজন করতে যাচ্ছে টুর্নামেন্টটি।
সব কিছু ঠিক থাকলে আগামী বছর ২৮ জানুয়ারি মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটি।
বিপিএলের সর্বশেষ আসরের মতো আগামী বছর অনুষ্ঠিতব্য আসরটির নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি’ নামে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্বিতীয়বারের মতো বিশেষ বিপিএল আয়োজন করতে যাচ্ছে বোর্ড।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
সুজন বলেন, ‘এখন পর্যন্ত যেটা সিদ্ধান্ত হয়েছে, ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের স্লট রাখা আছে। এর মধ্যেই আমরা শেষ করব।’
সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় কিছুটা শঙ্কায় পরতে পারে বিপিএলের অষ্টম আসরটি। কিন্তু বোর্ডের প্রধান নির্বাহী শঙ্কার বিষয়টি উড়িয়ে দিয়েছেন।
বাংলাদেশে এখন পর্যন্ত নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ আক্রান্ত কোন ব্যক্তি শনাক্ত না হওয়ায় বিপিএলের আয়োজন নিয়ে কোন শঙ্কা দেখছেন না তিনি।
সুজন বলেন, ‘আমার দেশে তো স্বাভাবিকভাবে চলছে। ওটার (ওমিক্রন) প্রভাব সেভাবে পড়ে নাই। যদি সরকারের কাছ থেকে পরে কোনো নিষেধাজ্ঞা আসে বিদেশি দলের ভ্রমণের ব্যাপারে। তখন বিষয়টাকে এখন যেভাবে চিন্তা করছি, তখন হয়তো কিছু ফাইন টিউনিং করতে হবে।’
বোর্ডের দেয়া তথ্যমতে, এবারের আসরটি হবে ছয়টি দল নিয়ে। আগের আসরটি সাত দলের হলেও এবারে একদল কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগের মতোই সম্ভাব্য ভেন্যু হতে পারে মিরপুর, চট্টগ্রাম ও সিলেট।