বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেনজেমার গোলে শীর্ষস্থান ধরে রাখল রিয়াল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২ ডিসেম্বর, ২০২১ ১২:২৪

ঘরের মাঠে কার্লো আনচেলোত্তির বাহিনী ১-০ গোলে হারিয়েছে বিলবাওকে। দলের হয়ে একমাত্র গোলটি আসে কারিম বেনজেমার পা থেকে।

সান্তিয়াগো বার্নাব্যুয়ে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে কারিম বেনজেমার গোলে কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও পাকাপোক্ত করে স্প্যানিশ জায়ান্টরা।

ঘরের মাঠে কার্লো আনচেলোত্তির বাহিনী ১-০ গোলে হারিয়েছে বিলবাওকে। দলের হয়ে একমাত্র গোলটি আসে বেনজেমার পা থেকে।

এ জয়ে টানা পাঁচ ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।

যদিও ম্যাচে জয় পাওয়া সহজ ছিল না লস ব্লাঙ্কোদের। বেশ কয়েকবার বিলবাওয়ের দারুণ কিছু আক্রমণে তটস্থ ছিল রিয়াল রক্ষণ।

তবে শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে বেনজেমা-ভিনিসিয়াসরা।

ম্যাচের শুরুর দিকে ততটা আক্রমণাত্মক হতে দেখা যায়নি রিয়ালকে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজেদের ধার বাড়ায় তারা।

প্রথমার্ধের শেষ দিকে বিলবাওয়ের রক্ষণে চাপ বাড়াতে থাকে রিয়াল। গোলপোস্ট বরাবর শট নিয়ে হতাশ হন টনি ক্রুস।

ম্যাচের ৪০ মিনিটে কাঙ্ক্ষিত গোল আদায় করে নেয় রিয়াল।

বক্সের একটু ওপর থেকে মার্কো আসেনসিওর জোরালো শট বিলবাও গোলকিপার উনাই সিমোন ঝাঁপিয়ে ঠেকালে বল চলে যায় বক্সের ভেতরে থাকা লুকা মডরিচের সামনে। তার বুদ্ধিদীপ্ত পাস থেকে বেনজেমার শটে বল চলে যায় জালে।

বিলবাওয়ের বিপক্ষে গোলটি এ মৌসুমে ফরাসি ফরোয়ার্ডের ১২তম গোল। লা লিগার শীর্ষ গোলদাতার আসনে আছেন বেনজেমা।

তার দল রিয়াল মাদ্রিদও শীর্ষে রয়েছে পয়েন্ট টেবিলের। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৩৬। দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তাদের গোল ব্যবধান সাত। অবশ্য এক ম্যাচ কম খেলেছে নগর প্রতিদ্বন্দ্বীরা। ২০ পয়েন্ট নিয়ে আটে বিলবাও।

১৪ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট নিয়ে সাতে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

এ বিভাগের আরো খবর