বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ-২০২১ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে লড়বে সানরাইজার্স ফুটবল একাডেমি ও ভৈরব ফুটবল একাডেমি।
বুধবার প্রথম সেমিফাইনালে ফুটবল একাডেমি দিরাইকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ব্রাহ্মণবাড়িয়ার সানরাইজার্স ফুটবল একাডেমি। জয়ের একমাত্র গোলটি করেন সাজেদুল ইসলাম ইমন। সে সুবাদে তিনি সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এ ম্যাচেও হলুদ কার্ডের দেখা পান সানরাইজার্সের মাসুদ রানা। ২টি হলুদ কার্ড হওয়ায় তিনি ফাইনালে খেলতে পারছেন না।
দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ছাগলনাইয়া ফুটবল একাডেমি ও ভৈরব ফুটবল একাডেমি। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে ছাগলনাইয়া ফুটবল একাডেমিকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে কিশোরগঞ্জের ভৈরব ফুটবল একাডেমি।
ট্রাইবেকারে তিনটি শট রুখে দিয়ে ভৈরবের গোলরক্ষক তারেক ম্যাচসেরা নির্বাচিত হন।
বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের (বিএফএসএফ) আয়োজনে তৃতীয় বারের মতো পল্টনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের তৃণমূল ফুটবলের এই টুর্নামেন্ট।
শুক্রবার সন্ধ্যা ৬টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াবে।