লিগ ওয়ানে সেইন্ট এতিয়েনের বিপক্ষে ম্যাচে পাওয়া চোট প্রায় দুই মাস ছিটকে দিল প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) নেইমার জুনিয়রকে। সামনের সাত ম্যাচ মিস করতে চলেছেন বিশ্বের সবচেয়ে দামি এ ফুটবলার।
তার চোটের বিষয়টি সোমবার টুইটারে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে ফরাসি চ্যাম্পিয়নরা।
বিবৃতিতে তারা জানায়, লিগামেন্টের চোটের ৬-৮ সপ্তাহ ম্যাচ ম্যাচের বাইরে থাকছেন নেইমার।
ইনজুরির সঙ্গে ব্রাজিলিয়ানের যেন যুগ যুগের সম্পর্ক। সাও পাওলো, বার্সেলোনা বা পিএসজি যেখানেই গেছেন ইনজুরি পিছু ছাড়েনি। ক্যারিয়ারে সবমিলে দুই ডজনের বেশিবার ইনজুরিতে পড়েছেন নেইমার।
এবারের ইনজুরিতে ৭ ডিসেম্বরের চ্যাম্পিয়নস লিগের ম্যাচ মিস করছেন নেইমার। সবমিলে অন্তত সাত ম্যাচ পাচ্ছেন না এ ব্রাজিলিয়ান।
নেইমার ছাড়াও ইনজুরিতে থাকা দলের অন্যান্য ফুটবলারের বিষয়ে অগ্রগতি জানিয়েছে পিএসজি।
মিডফিল্ডার মার্কো ভেরাত্তি অনুশীলনে ফিরেছেন সোমবার। মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করবেন দলের আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি।
দলের সঙ্গে বৃহস্পতিবার অনুশীলনে শুরুর কথা মিডফিল্ডার জর্জিনিয়ো উইনালডামের। আন্দের এরেরা ফিরবেন আগামী সপ্তাহে। আর ইউলিয়ান ড্র্যাক্সলারের ফিরতে সময় লাগবে অন্তত ২-৩ সপ্তাহ।