দুটি অর্ধশত আর নিচের দিকে তিন অর্ধশত রানের জুটি। পরে তিন উইকেট হাতে রেখে ২৩৪ রানে ইনিংস ঘোষণা। শ্রেয়াস-ঋদ্ধিমানের লড়াকু ব্যাটিংয়ে কানপুর টেস্টে চতুর্থ দিন শেষে সুবিধাজনক অবস্থানে ভারত।
নিউজিল্যান্ডকে হারাতে পঞ্চম ও শেষ দিনে রাহানের দলের চাই ৯ উইকেট। আর উইলিয়ামসনদের চাই ২৮০ রান।
তৃতীয় দিনে আক্সার প্যাটেল ও রভিচন্দ্রন আশউইনের স্পিন জাদুর পর ঘুরে দাঁড়ায় ভারত। চতুর্থ দিন দলকে বাঁচাতে এগিয়ে এলেন শ্রেয়াস আইয়ার ও ঋদ্ধিমান সাহা।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৭ রানে মায়াঙ্ক আগারওয়াল আর ১ রানে শুভমন গিল বিদায় নেয়ার পর শুরুতে বিব্রত হয় ভারত। পরে ২২ রান যোগ করলেও জেমিসনের বলে বিদায় নেন পুজারা। পরে ৪ রানে অধিনায়ক রাহানে বিদায় দিলে ৫১ রানে চার উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারত।
এমন পরিস্থিতি থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন শ্রেয়াস। তার ৬৫, আশউইনের ৩২, ঋদ্ধিমানের ৬১ ও আক্সার প্যাটেলের ২৮ রানে ২৩৪ রানে ইনিংস ঘোষণা করে ভারত।
পরে নিজেদের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে চার ওভারে ৪ রানে একটি উইকেট হারিয়ে দিনটি শেষ করেছে নিউজিল্যান্ড। ২ রান যোগ করে আশউইনের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে বিদায় নেন ওপেনার উইল ইয়াং।২ রানে অপরাজিত আছেন টম লেইথাম। অপর প্রান্তে রানের খাতা না খুলে অপরাজিত আছেন নাইট ওয়াচম্যান উইলিয়াম সোমারভিল।