বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোমাঞ্চকর জয়ে স্বাধীনতা কাপ শুরু মোহামেডানের

  •    
  • ২৮ নভেম্বর, ২০২১ ১৮:২৯

টানটান উত্তেজনার ম্যাচ জিতে নেয় মোহামেডান। রোববার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে গ্রুপ-সির ম্যাচে মুক্তিযোদ্ধাকে ২-১ গোলে হারায় মোহামেডান।

মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়ে স্বাধীনতা কাপ শুরু করল মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুইবার এগিয়ে যায় মতিঝিলের ঐতিহ্যবাহী দলটি. পরে এক গোলে ব্যবধান কমায় মুক্তিযোদ্ধা। টানটান উত্তেজনার ম্যাচ শেষ পর্যন্ত জিতে নেয় মোহামেডান।

রোববার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে গ্রুপ-সির ম্যাচে মুক্তিযোদ্ধাকে ২-১ গোলে হারায় মোহামেডান।

ম্যাচের শুরু থেকে সমান তালে খেলতে থাকে দুই দল। প্রথমার্ধের প্রথম ২০ মিনিট মোহামেডানকে কিছুটা চেপে ধরে মুক্তিযোদ্ধা। সময় গড়ানোর পাশাপাশি ম্যাচে নিজেদের ছন্দ খুঁজে পায় মোহামেডান।

ধারাবাহিকতা বজায় রেখে ম্যাচের ৩৫ মিনিটে সুলেমান দিয়াবাতের গোলে লিড নেয় সাদা-কালোরা।

জাফর ইকবালের লং পাস যখন ডি-বক্সের ভেতরে ঢুকছে, তখন বলের দখল নিয়ে ডিফেন্ডারকে বোকা বানিয়ে সিক্স ইয়ার্ডের সামনে থেকে গোল করতে ভুল করেননি দিয়াবাত। তার গোলের সুবাদে লিডের স্বস্তি নিয়ে বিরতিতে যায় মোহামেডান।

সুলেমান দিয়াবাতের গোলে মোহামেডানের লিড নেয়ার মুহূর্ত। ছবি: বাফুফে

বিরতির পরপরই ব্যবধান দ্বিগুনের সুযোগ পায় মোহামেডান। ম্যাচের ৪৮ মিনিটে জাফর ইকবালের পাস থেকে গোলপোস্ট খালি পেয়েও বলে টোকা দিতে পারেননি শাহেদ।

এর পরের মিনিটে আর ভুল করেননি তিনি।

দলীয় নৈপুণ্যে স্কোরলাইন ২-০ করে মোহামেডান। সুলেমান দিয়াবাতের পাস থেকে ডি-বক্সের ডান পাশ থেকে বুলেট শটে বল জালে জড়ান শাহেদ।

কাউন্টার অ্যাটাকে কিছুক্ষণ পর ব্যবধান কমায় মুক্তিযোদ্ধা। রোমানের বাড়িয়ে দেয়া বল পেয়ে দলের জাপানিজ মিডফিল্ডার সোমা দুই ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা তৈরি করে শট নেন।শট পা দিয়ে দারুণভাবে থামিয়ে দেন মোহামেডানের গোলকিপার সুজন। বল বাধা পেয়ে শূন্যে ভাসলে হেড করে তা জালে জড়ান মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড তেতসু।

ম্যাচের ৮০ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে মুক্তিযোদ্ধা। সিক্স ইয়ার্ডের সামনে পেয়ে যাওয়া সহজ বল গোলকিপার সুজন বরাবর মারেন সোমা। মুক্তিযোদ্ধার গোলমিসে বিপদমুক্ত হয় মোহামেডান।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ের উল্লাসে মেতে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

এ জয়ে তিন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেল মোহামেডান। হারে টুর্নামেন্ট শুরু করা মুক্তিযোদ্ধা নেমে গেছে টেবিলের তলানিতে।

এ বিভাগের আরো খবর