বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রামে মুশফিকের তৃতীয় নার্ভাস নাইন্টিজ

  •    
  • ২৭ নভেম্বর, ২০২১ ১৮:৩৫

সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরত্বে ফাহিম আশরাফের বলে থামতে হয় মুশফিককে। আর তাতে টেস্টে চতুর্থবার ও সবমিলিয়ে আটবারের মতো নার্ভাস নাইন্টিতে সাজঘরে ফিরলেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।

নার্ভাস নাইন্টিজ। ব্যাটসম্যানদের জন্য আতঙ্কের অপর নাম। এই শব্দটার সঙ্গে যেন মুশফিকুর রহিমের রয়েছে বেশ গভীর এক সম্পর্ক। বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি নার্ভাস নাইন্টির শিকার এই ডানহাতি ব্যাটসম্যান।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মুশফিকের সামনে হাতছানি ছিল তামিম ইকবালকে টপকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নিজের নাম লেখানোর।

কিন্তু বিধিবাম। সেটি টপকানো হয়ে উঠেনি মুশফিকের। সফলতার গল্প লেখতে লেখতে রচনা করলেন ব্যর্থতার কাব্য।রেকর্ড মুশির হয়েছে ঠিকই। তবে সেটি ব্যর্থতার। সাকিবকে টপকে বাংলাদেশের হয়ে সর্বাধিকবার নার্ভাস নাইন্টিজে মাঠ ছাড়ার রেকর্ডের এখন মালিক মুশফিক।

এর আগে সব ফরম্যাট মিলিয়ে সাতবার নব্বইয়ের ঘরে থেকে সেঞ্চুরি বঞ্চিত হয়ে মাঠ ছাড়তে হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। শনিবার সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে সাকিবকে টপকে সেই অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক এখন মুশফিক।সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরত্বে ফাহিম আশরাফের বলে থামতে হয় মুশফিককে। আর তাতে টেস্টে চতুর্থবার ও সবমিলিয়ে আটবারের মতো নার্ভাস নাইন্টিতে সাজঘরে ফিরলেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।যদিও মুশফিকের ফেরার বলটি নিয়ে আছে সংশয়। উইকেটরকিপারের হাতে ধরা পড়ার সময় বল ব্যাটে লেগেছিল কিনা দ্বিধা রয়েছে সেই বিষয়ে। একই সময় ব্যাট লেগেছে তার প্যাডে। আর সে কারণে দেখা দেয় সংশয়।

এই সাগরিকাতে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মুশফিক। এরপর থেকে চট্টলার এই মাঠকে আর নিজের করে নিতে পারেননি তিনি।

বারবার সাগরিকা হতাশার উপহার দিয়েছে মুশফিকুর রহিমকে। তার নার্ভাস নাইন্টিজের তিনটিই যে এ ভেন্যুতে।

এ বিভাগের আরো খবর