দুই স্পিনার আক্সার প্যাটেল আর রভিচন্দ্রন আশউইনের স্পিন জাদুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে ভারত। তৃতীয় দিনে ব্ল্যাক ক্যাপদের গুটিয়ে ৬৩ রানের লিড নিয়ে দিন শেষ করেছে স্বাগতিক দল।
আক্সারের পাঁচ আর আশউইনের তিন উইকেটে নিউজিল্যান্ডকে ২৯৬ রানে থামাতে সমর্থ হয় ভারত। দ্বিতীয় ইনিংসে নেমে এক উইকেট হারিয়ে ১৪ রান করে দিনের সমাপ্তি ডেকেছেন অধিনায়ক আজিঙ্কা রাহানে।
কানপুরে প্রথম ইনিংসে শ্রেয়াস আয়ারের সেঞ্চুরি ও শুভমান গিল ও জাডেজার ফিফটিতে ৩৪৫ রান তোলে ভারত। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও, ছন্দ ধরে রাখতে পারেনি নিউজিল্যান্ড।
টম লেইথাম আর উইল ইয়াংয়ের ১৫১ রানের জুটিতে দুর্দান্ত শুরু পায় ব্ল্যাক ক্যাপস। পাঁচ রানের আক্ষেপকে সঙ্গী করে ৯৫ রানে ক্রিজ ছাড়েন লেইথাম। আর ৮৯ রানে বিদায় নেন উইল ইয়াং।
তাদের বিদায়ের পর ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে উইলিয়ামসনের দল। সর্বোচ্চ ২৩ রানের ইনিংস আসে পেইস বোলিং অলরাউন্ডার কাইল জেমিসনের ব্যাট থেকে। অধিনায়ক কেইন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ১৮।
নিউজিল্যান্ড থামে ২৯৬ রানে। টানা পঞ্চম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ভারতের হয়ে রেকর্ড গড়েন স্পিনার আক্সার প্যাটেল।
নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে ১৪ রানের মাথায় এক উইকেট হারিয়েছে ভারত। জেমিসনের বলে বোল্ড হয়ে ১ রান করে সাজঘরে ফেরেন ওপেনার শুভমান গিল। ৪ রানে মায়াঙ্ক আগারওয়াল আর ৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন চেতেশ্বর পুজারা।