করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণের শঙ্কায় বাতিল করা হয়েছে জিম্বাবুয়েতে চলমান নারী বিশ্বকাপ বাছাইপর্বের বাকি ম্যাচগুলো। আইসিসি দলগুলোকে হারারে থেকে দেশে ফেরার ব্যবস্থা করে দিচ্ছে।
আইসিসি বিশেষ চার্টার্ড বিমানে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের দুবাই পর্যন্ত পৌঁছে দেবে। সেখান থেকে নিজস্ব বোর্ডের অধীনে দেশে ফিরবেন ক্রিকেটাররা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুবাই থেকে নারী ক্রিকেট দলকে দেশে ফেরানোর ব্যবস্থা গ্রহণ করছে। বিসিবি নারী ক্রিকেট উইংয়ের ইনচার্জ তৌহিদ মাহমুদ বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আইসিসির পরিকল্পনা রয়েছে চার্টার্ড বিমানে দলগুলোকে দুবাই নিয়ে যাবে। সেখান থেকে আমরা আমাদের দলকে দেশে ফিরিয়ে আনব। এখন পর্যন্ত এটাই পরিকল্পনা আমাদের।’
বাছাইপর্ব বাতিল হওয়ায় র্যাঙ্কিং অনুযায়ী সরাসরি মূল পর্বে সুযোগ পেয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
২০২২ সালের মার্চে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে নিউজিল্যান্ডে। এরই মধ্যে কোয়ালিফাই করেছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও ভারত। তাদের সঙ্গে যোগ দিচ্ছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।
আইসিসি এক বিজ্ঞপ্তিতে শনিবার বিকেলে বাছাইপর্ব বাতিলের বিষয়টি নিশ্চিত করে। তারা জানান ওমিক্রন সংক্রমণের কারণে অনেক দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিচ্ছে। ফলে নারী ক্রিকেটারদের দেশে ফেরা নিয়ে শঙ্কায় আছে সংস্থাটি।আইসিসি আরও জানায় বিশ্বকাপের মূল পর্বের মাত্র চার মাস বাকি থাকায় বাছাইপর্ব নতুন সূচিতে আয়োজন করা সম্ভব হচ্ছে না।
আফ্রিকার দেশ বতসোয়ানায় ১১ নভেম্বর প্রথম ‘বি.১.১.৫২৯’ ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়, যাকে এখন আনুষ্ঠানিকভাবে ‘ওমিক্রন’ বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার নতুন এই ধরনটি এরই মধ্যে সাউথ আফ্রিকাতেও শনাক্ত হয়েছে। দেশটির জোহানেসবার্গ ও প্রিটোরিয়াতে এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা প্রায় ১২০০।
সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথোর মতো দেশগুলোর নাগরিকের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।