সুরক্ষাবলয় ভেঙে মাঠে ঢুকে পড়া ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের ভক্ত রাসেল জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে রাসেলের পক্ষে অ্যাডভোকেট রবি উল্লাহ ও হোসাইন ফরাজী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেন।
মিরপুর মডেল থানার নন-জিআর শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
গত ২১ নভেম্বর রাসেলকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত রিমান্ড আবেদন নাকচ করে রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
গত ২০ নভেম্বর বিকেল ৫টার দিকে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট করছিল পাকিস্তান। ১২তম ওভারে জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান বোলিং করার সময় নর্দার্ন স্ট্যান্ড দর্শক গ্যালারি থেকে রাসেল তার কাছে থাকা জাতীয় পতাকা গ্যালারির রেলিঙে বেঁধে মাঠে প্রবেশ করে এদিক-সেদিক দৌড়াতে থাকেন। একপর্যায়ে বিসিবির নিরাপত্তাকর্মীরা তাকে ধরে মাঠের বাইরে নিয়ে আসেন। পরে তাকে পুলিশি হেফাজতে দেয়া হয়।