ঘরোয়া ফুটবল মৌসুম সামনে রেখে সাদা-মাটাভাবে দলবদল কার্যক্রম সারলেও দল গঠনের এবার মুন্সিয়ানার ছাপ রেখেছে সাইফ এসসি। দেশি-বিদেশি দুই বিভাগেই ভালোমানের খেলোয়াড় নিয়ে শক্তিশালী এক দলই গঠন করেছে তারা।
বুধবার বাফুফে ভবনে এসে এই কার্যক্রম সম্পন্ন করেন ক্লাব কর্তারা। আর্জেন্টাইন কোচ দিয়েগো ক্রুসিয়ানির অধীনে এবার শিরোপায় নজর রেখেছে দলটি।
সাংবাদিকদের এমন কথাই জানান ক্লাব সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন। তিনি বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই প্রতিবার দল গড়ি। এবারও ব্যত্যয় হয়নি। তবে গতবারের চেয়ে এবারের দলটা ভালো হয়েছে। দেশি-বিদেশি দুই বিভাগেই ভালোমানের খেলোয়াড় আমরা কালেক্ট করেছি।’
আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০২১-২২ মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপ। টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে পড়েছে সাইফ। যেখানে তাদের প্রতিপক্ষ মোহামেডান, মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল দল।
আসরটি সামনে রেখে আর্জেন্টাইন কোচ দিয়েগো ক্রুসিয়ানির অধীনে বেশ কিছুদিন ধরেই অনুশীলন চালিয়ে যাচ্ছে সাইফ। খেলেছে প্রস্তুতিমূলক ম্যাচও। স্বাধীনতা কাপে দল এবার ভালো করবে প্রত্যাশা ক্লাবটি সাধারণ সম্পাদকের।
২০১৭-১৮ মৌসুমে প্রিমিয়ার লিগে যাত্রা শুরু সাইফ স্পোর্টিং ক্লাবের। ওই বছরই প্রথমবারের মতো স্বাধীনতা কাপে অংশ নেয়। তবে আসরে সুবিধা করতে পারিনি। গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। তাও কোনো ম্যাচ না হেরেই। ২০১৮-১৯ মৌসুমে দ্বিতীয়বারের মতো অংশ নিয়ে কোয়ার্টার ফাইনালে থামে।
এরপর তিন বছর পেরিয়ে গেছে। স্বাধীনতা কাপ আর হয়নি। ২০২১-২২ মৌসুমে গিয়ে আবারও মাঠে গড়াচ্ছে মর্যাদার স্বাধীনতা কাপ। যেখানে ১৫ দলের একটি সাইফ এসসি।
সাইফে এবার বেশ কয়েকজন নতুন খেলোয়াড় যুক্ত হয়েছেন। তারা হলেন- নাসিরুল ইসলাম নাসির, সাদ্দাম হোসেন অ্যানি, মঞ্জুরুর রহমান মানিক, জমির উদ্দিন, নাজমুল ইসলাম রাসেল, কাওসার আলী রাব্বি, মিতুল হোসেন। এর বাইরে জাতীয় দলে খেলা সাইফের নিয়মিত খেলোয়াড় অধিনায়ক জামাল ভূইঁয়া, পাপ্পু হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রিয়াদুল হাসানরা এবারো দলটিতে থেকে গেছেন।
এ ছাড়া অভিজ্ঞদের সঙ্গে তরুণ-সম্ভাবনাময় নিহাত জামান উচ্ছ্বাস, সবুজ হোসেনদের নিয়ে শক্তিশালী এক দল গড়েছে।
বিদেশিদের মধ্যে রুয়ান্ডা জাতীয় দলে খেলা এমিরি বায়েসেঙ্গে এবারের দলবদলে সবচেয়ে আলোচিত নাম। সাইফের জার্সিতে মাঠ মাতাতে থাকছেন তিনি। এছাড়া নাইজেরিয়ান ফন সানডে উদো, নাইজেরিয়ান এমেকা ওগবাগ এবং উজবেকিস্তানের অ্যাসরোর গফুরোভরা তো আছেনই।
দেশি-বিদেশি উভয়ের ওপরই আস্থা রেখে এবার মাঠে নামবে সাইফ এসসি। এ ব্যাপারে মাহবুবুর রহমান বলেন, ‘বিদেশিদের ওপর শতভাগ আস্থা থাকবে। চারজনই এবার নতুন। দেশি খেলোয়াড়দের ওপরও থাকবে। আমাদের দলে জাতীয় দলে খেলা কয়েকজন আছে; স্থানীয় ভালোমানের খেলোয়াড় আছে। নাসির, মানিককে নিয়েছি।
‘প্রত্যেকটা জায়গায় আমরা চেষ্টা করেছি ভালোমানের খেলোয়াড় নেয়ার। গতবার আমাদের দলে যে দুর্বলতা ছিল সেগুলো যাতে না থাকে সেই দিকে নজর ছিল।’